ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুখু বাঙাল

রোহিঙ্গা ও সত্যকামজননী

প্রকাশিত: ০৬:০৩, ৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ও সত্যকামজননী

‘বলো হে জননী মম, বলো তবে কি আমার গোত্রপরিচয়’ মাতৃত্ব গ্রাস করে এই শক্তি পৃথিবীর অর্জিত হয়নি এখনো জাবালার রাজনীতি ছিল কি-না, এ যে আজ অজানা অধ্যায় সন্তানের প্রশ্নবাণে বাষ্পরুদ্ধ জননীর মাতৃত্বের অফুরান আলো মুহূর্তেই ঢেকে দিল পৃথিবীর অন্ধকার আত্মজের পিতৃপরিচয়। হায় আরাকান, রক্তস্রোতে ভেসে আসা দিগভ্রান্ত মানুষের ঢল পৃথিবী চিনিল যাকে একডাকে-এক নামে রোহিঙ্গা-রাখাইন শুধু চিনিল না একবারও ছয় শত বছরের বালকের বিস্মৃত মা আপনার পেটে ধরা হয়তো বা গালি কোনো রোহিঙ্গা সন্তান মিয়ানমারজননী এক বৃত্তবন্দী অশ্রুশূন্যা সুচি, আউং সান। মহাত্মাকে ছুঁয়ে যেতে ডাক দিয়ে ফিরে গেল রুদ্র মহাকাল বুদ্ধবাণীÑ ‘জীবহত্যা মহাপাপ’ কোন ডাক শুনিলেন তিনি? অক্ষমের আস্ফালন আছাড় মারে পৃথিবীকে, ফের চায় ক্ষমা রোহিঙ্গা, দুর্ভাগা সন্তান এক মাতৃহীন-পিতৃহীন এই পৃথিবীর পিতা নয়, সত্যকামজননীই শাশ্বত মাতৃত্বে ধন্য চিরকাল।
×