ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোল্যান্ডে শিল্পী রেজাউন নবীর চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৫২, ৬ অক্টোবর ২০১৭

পোল্যান্ডে শিল্পী রেজাউন নবীর চিত্র প্রদর্শনী

পোল্যান্ডের ওয়ারশতে শিল্পী রেজাউন নবীর ‘বেহালাবাদক’ শিরোনামে আঁকা চিত্রকর্ম এশিয়া এ্যান্ড প্যাসিফিক মিউজিয়ামের আর্কাইভে স্থান পেয়েছে। এ মিউজিয়ামে বাংলাদেশের বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী, কালিদাস কর্মকার, আবদুস সাত্তারসহ অন্যান্য শিল্পীর ছাপচিত্র এবং দেবদাস চক্রবর্তীর ভাস্কর্যও সংগৃহীত রয়েছে। তবে এই প্রথম কোন বাংলাদেশী শিল্পীর ক্যানভাসে এক্রিলিক মাধ্যমে চিত্রকর্ম স্থান পেল। প্রদর্শনী চলেছে ২৪ থেকে ৩০ আগস্ট ২০১৭ দূতাবাসের সংগ্রহে থাকা শিল্পী রফিকুন নবী, শিল্পী অলকেশ ঘোষের চিত্রকর্ম এবং পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের চিত্রকর্মও এতে স্থান পায়। এ ছাড়া ওয়ারশের অদূরে Golub-Dobryyn-এ রেজাউন নবীর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আকরাম মাহমুদ
×