ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবকাঠামো উন্নয়নে সহায়তা বাড়াবে এডিবি

প্রকাশিত: ০৫:৪৭, ৬ অক্টোবর ২০১৭

অবকাঠামো উন্নয়নে সহায়তা বাড়াবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের বেসরকারী অবকাঠামো উন্নয়নে সহায়তা বাড়াবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এসব দেশের উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি ডলার অর্থায়ন করতে যাচ্ছে ম্যানিলাভিত্তিক সংস্থাটি। এসব দেশের মধ্যে ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশের অবকাঠামো প্রকল্পের জন্য সক্রিয়ভাবে ঋণ ও ইক্যুইটি তহবিল প্রক্রিয়াকরণের কাজ চলছে বলে ব্যাংকটি জানিয়েছে। সম্প্রতি বিবৃতিতে এডিবি জানিয়েছে, সহ-অর্থায়ন সহযোগী লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের (এলইএপি) কার্যক্রম পরিচালনার প্রথম বছরে ঋণ অর্থায়ন হিসাবে তহবিলটির প্রায় ২১ কোটি ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে এডিবি। এসব প্রাথমিক প্রকল্পের মোট অর্থ সংস্থানের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলারে দাঁড়াবে বলে আশা করছে এডিবি, যার মধ্যে ২৬ কোটি ৪৫ লাখ ডলার এডিবির নিজস্ব মূলধন ও অতিরিক্ত ৮৯ কোটি ডলার সহ-অর্থায়ন অংশীদারদের কাছ থেকে পাওয়ার আশা করা হচ্ছে। বিবৃতিতে বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বেসরকারী অবকাঠামোর জন্য এলইএপির ৫০ কোটি ডলার ঋণ ও ইক্যুইটি স্থানান্তর প্রক্রিয়ার কাজ করছে এডিবি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপিন্স ও থাইল্যান্ডে সম্ভাব্য অবকাঠামো প্রকল্প নিয়ে কাজ করা হবে। ২০১৬ সালের আগস্টে কার্যক্রম শুরু করে এলইএপি। মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেসরকারী অবকাঠামো খাতে অর্থায়ন করে থাকে তহবিলটি। এলইপিকে ১৫০ কোটি ডলার ইক্যুইটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)। কার্যক্রম শুরুর পর এরই মধ্যে ভারতের রিনিউ ক্লিন এনার্জি প্রজেক্টে অর্থায়ন করেছে এলইএপি। এ প্রকল্পের অধীনে সম্প্রতি দেশটির তেলেঙ্গানা রাজ্যে ৪৮ মেগাওয়াট সৌরবিদ্যুত ও কর্নাটকে ১১০ মেগাওয়াটের বায়ুবিদ্যুত প্রকল্পের কাজ চালু করা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ায় মুয়ারা লাবোহ জিওথার্মাল বিদ্যুত প্রকল্পের খনন, আনুষঙ্গিক কাজ ও নির্মাণ শুরু হয়েছে।
×