ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্যাশনে নতুন ধারা আনতে চান সানজিদা

প্রকাশিত: ০৫:৩৯, ৬ অক্টোবর ২০১৭

ফ্যাশনে নতুন ধারা আনতে চান সানজিদা

বিদেশের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ে প্রথম শিখেছেন কিভাবে বিশ্বায়ন কখনও সুন্দর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কখনও কখনও কত চ্যালেঞ্জিং হতে পারে। অর্থনীতি পড়ে ব্যবসায়ে সফল সানজিদার পোশাক বিক্রির অনলাইন পেজ এবং দোকান দুটিই রয়েছে। বেনজির আবরার সানজিদা এরপর আর বড় স্বপ্ন দেখা নিয়ে কখনই ভয় ছিল না। কারণ আস্থা ছিল নিজের ওপরে, আমার নিজের দেশের জন্য একটি অত্যাধুনিক ব্র্যান্ড গঠনে আমার উচ্চাকাক্সক্ষা ছিল। স্বপ্ন বাস্তবায়নে নিজ ডিজাইনে ‘সানজিদা সুলতানা’ আর পাশাপাশি ঐতিহ্য রক্ষার্থে ‘গ্রান্ডেউর’ নিয়ে গত দেড় বছরের যাত্রাপথ অসাধারণ। প্রথম দিকের কথা বললে তার যাত্রাটা আরও সুন্দর দেখাবে কারণ সানজিদা পড়াশোনা করেছেন বিশ্বের সেরা পঁচিশটি বিশ্ববিদ্যালয়ের একটি, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে। বাবা ও মায়ের সমর্থন গ্রান্ডেউর প্রতিষ্ঠা এবং এতদূর আনতে যথেষ্ট প্রভাবক বলে জানালেন তিনি নিজেই। ফ্যাশনসচেতন তরুণীদের আস্থার নাম এখন গ্রান্ডেউর, বিয়ের দিন নিজেকে সুন্দর সাজে সুন্দর পোশাকে দেখার জন্য পছন্দমতো ডিজাইন খুঁজতে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের চাহিদার যোগান দিয়ে থাকছে টিম গ্রান্ডেউর। মূলত শিক্ষার্থীদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দামে এবং মানে সমন্বয়ের কারণেই, প্রতিদিন গড়ে বিশটির বেশি অর্ডার পান বলে জানালেন ফ্যাশন স্পেশালিস্ট এবং গ্রান্ডেউরের মালিক সানজিদা। সাফল্যের মাত্রা এতই বেশি যে অনলাইন ছাড়িয়ে যমুনা ফিউচার পার্কের তিন তলায় দোকান দিয়েছেন তিনি। যমুনার সুবিশাল দোকানজুড়ে সারাক্ষণ ব্যতিক্রমী পছন্দের তরুণীদের ভিড় লেগেই থাকে, উদ্বুদ্ধ হয়ে নিত্যনতুন পণ্যের অর্ডার করছেন তিনি সব সময়ই। সানজিদার লক্ষ্য, ফ্যাশনসচেতন মানুষদের সর্বোচ্চ মানসম্মত পণ্য হাতে তুলে দেয়া। কি বিয়ের পোশাক আর বাঙালিয়ানা শাড়ি সবকিছুতেই বৈচিত্র্যের এক নতুন সংযোজন আনতে কাজ করছেন তিনি ও তার দল গ্রান্ডেউর। সানজিদার গ্রান্ডেউরের ফেসবুক পেজ- িি.িভধপবনড়ড়শ.পড়স/এৎধহফবঁৎ/ অপরাজিতা পাতাকে সানজিদা বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল নিজের অর্জিত মেধাকে কাজে লাগিয়ে নিজের পরিশ্রমে একটা ব্যবসায় দাঁড় করানো, আজকে আমি নিজেকে পুরোপুরি সফল না বললেও বলব লক্ষ্যের পথে যথেষ্ট এগিয়েছি। আমাদের দেশের তরুণীদের অনেকেই এখন নিত্যনতুন কাজে এভাবে সফল হচ্ছে। ব্যতিক্রমী এ রকম মানুষদের তুলে ধরার প্রয়াসের জন্যই ধন্যবাদ আপনাদের।’ কথাগুলো এক নিশ্বাসে বললেন অপরাজিতা সানজিদা সুলতানা।
×