ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

স্টাইলিশ নেকপিচ

প্রকাশিত: ০৫:৩৪, ৬ অক্টোবর ২০১৭

স্টাইলিশ নেকপিচ

নিজেকে ফ্যাশনেবল রাখতে কে না ভালবাসে। তবে ফ্যাশনবেল থাকার মানে কিন্তু চলতি হাওয়ার সঙ্গে তাল মেলানো নয়। পোশাকের সঙ্গে মানানসই একটা নেকপিসই হয়ত ভিড়ের মধ্যে আপনাকে আলাদা করে দিতে পারে। তবে শুধু জানতে হবে, কী পরছেন, আর তার সঙ্গে কোন নেকপিসটা একেবারে অ্যাপট। ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে এলিগ্যান্ট কিছু নেকপিস খুব মানানসই। মেটাল নেকলেস, স্টোন সেটিং নেকলেস তো মানাবেই এছাড়াও ক্রাফ্ট ওয়ার্ক নেকলেস, ফেব্রিক নেকলেস, খোলা গর্দান নেকলেস এখন ট্রেন্ডি। ক্রাফট ওয়ার্ক নেকলেস আপনার ওয়ান পিস ড্রেসের অনেকটা অংশ জুড়ে থাকে ফলে আপানার এক রঙের ওয়ানপিস পাবে নতুন লুক। ট্র্যাডিশনাল কুর্তির সঙ্গে স্মার্ট লুকের জন্যে পরতে পারেন নেকপিস। ট্রিঙ্কেট ব্যাগ নেকলেস কুর্তির সঙ্গে পরতে পারেন। ওড়নার মতো কাপড়ের সঙ্গে লাগানো নেকপিস আপনার কুর্তিকে দেবে নতুন লুক। কুর্তির সঙ্গে এটি পরলে ওড়নারও প্রয়োজন হবে না। সিলভার ট্রেন্ডি হ্যামার্ড মেটালের নেকলেসও বেশ মানাবে আপনার সফিস্টিকেটেড লুকের সঙ্গে। এ্যান্টিক সিলভার লুকের এই নেকলেসে আপনাকে লাগবে স্মার্ট এবং ট্র্যাডিশনাল। পাড় বসানো একরঙা সিফনের শাড়ি এখন বাজার ছেঁয়ে রয়েছে। এর সঙ্গে খুব ভারি গহনা যেমন মানায় না, আবার একেবারে সরু হার ও লকেট এখন ব্যাকডেটেড। সিফনের শাড়ির সঙ্গে জিঙ্ক নেকলেস এখন ট্রেন্ডি। গলার সঙ্গে লাগানো জিঙ্কের স্ট্রিঙের মধ্যে নানা রঙের পাথর বা মেটালের কাজ সত্যিই নজরকাড়া। প্রত্যেকদিনের কাজের ক্ষেত্রে জিনস টপসের বিকল্প নেই। অনেকের ধারণা জিনস টপসের সঙ্গে নেকপিস মানায় না। তা কিন্তু নয়। জিনস টপসকে আরও আধুনিক লুক দিতে বাজারে এসেছে নতুন ট্রেন্ডি নেকপিস। তার মধ্যে গ্লাস বিডস নেকলেস অন্যতম। মাল্টি কালারের পুথির স্ট্রিঙের সঙ্গে ফাংকি লুকের একটি বা কয়েকটি মেটাল লকেটে আপনাকে অন্যদের থেকে একেবারে অন্যরকম লাগবে। মাল্টি কালার স্ট্রিঙের হারে হাল্কা গোল্ডেন টাচের নেকপিসও পরতে পারেন ম্যচিউর লুকের জন্য। মাল্টি এক্রিলিক নেকলেসও নয়া স্টাইল। সরু চেনের সঙ্গে মাল্টি কালারের পুথির লম্বা লকেট বাজারে বেশ জায়গা করে নিয়েছে।
×