ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুয়ের্তো রিকোর জন্য ২৯০ কোটি ডলারের জরুরী সাহায্য চাইবেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৩, ৬ অক্টোবর ২০১৭

পুয়ের্তো রিকোর জন্য ২৯০ কোটি ডলারের জরুরী সাহায্য চাইবেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারিকেন মারিয়ার আঘাতে লণ্ড ভণ্ড পুয়ের্তো রিকোর জন্য ২ হাজার ৯শ’ কোটি ডলারের জরুরী সাহায্যের একটি বিশাল প্যাাকেজের অনুমোদন দিতে কংগ্রেসের প্রতি আবেদন জানাবেন। বুধবার এএফপিকে কর্মকর্তারা একথা জানান। খবরে বলা হয়, পুয়ের্তো রিকোর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে ট্রাম্প এমন এক জরুরী প্যাকেজের আবেদন জানাবেন যেখানে বন্যা সংক্রান্ত একটি বীমা কর্মসূচী চালু রাখতে ১ হাজার ৬শ’ কোটি ডলারের একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প এবং ১ হাজার ২শ’ ৭৭ কোটি ডলারের ত্রাণ কর্মসূচী অন্তর্ভুক্ত থাকবে। তবে কবে নাগাদ এ আবেদন জানানো হবে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন ইঙ্গিত দেয়া না হলেও শীর্ষ রিপাবলিকানরা জানান, এ মাসের মাঝামাঝি প্যাকেজটির অনুমোদন দেয়া হবে। রাকায় কোণঠাসা হতে চলেছে আইএস বাহিনী সিরিয়ার রাকা শহর এক সময় নিজেদের স্বঘোষিত খেলাফতের রাজধানী বানিয়েছিল জঙ্গী গ্রুপ আইএস। কিন্তু সিরিয়ার আসাদ বিরোধী মিলিশিয়াদের প্রচ- চাপের মুখে তারা এখন কোণঠাসা হয়ে পড়েছে। যুদ্ধ ক্রমেই নগরীর কেন্দ্রস্থলের দিকে এগিয়ে আসছে। এএফপি। ‘চোখ বন্ধ করও না! সজাগ থাকো’ ইসলামিক স্টেট আইএস জঙ্গী গোষ্ঠীর একসময়ের শক্ত ঘাঁটি রাকায় চলমান লড়াইয়ে আহত এক কমরেডকে চিৎকার করে বলছেন তার সহযোদ্ধা। যুদ্ধ যত রাকা শহরের কেন্দ্রের দিকে এগুচ্ছে, ততই যেন একসময়ের নিকটতম চিকিৎসা সেবা কেন্দ্রগুলো দূর থেকে দূরে সরে যাচ্ছে। দিন দিন যেন আহত যোদ্ধা ও বেসামরিক মানুষজনকে সুস্থ করে তোলা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। সামরিক যানে করে আসাদ বিরোধী সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর (এসডিএফ) এক আহত যোদ্ধাকে বহন করে আনা হয়।
×