ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্যাডকের গার্লফ্রেন্ডের কাছ থেকে ক্লু পাওয়া যায়নি

প্রকাশিত: ০৫:২৩, ৬ অক্টোবর ২০১৭

প্যাডকের গার্লফ্রেন্ডের কাছ থেকে ক্লু পাওয়া যায়নি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি ক্যাসিনোতে কনসার্টে গুলি চালানোর আগে ঘাতক স্টিফেন প্যাডকের গার্লফ্রেন্ড মারিলো ডেনলিকে জিজ্ঞাসাবাদ করে কোন ক্লু পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে প্যাডকের পাঠানো এক লাখ ডলার পাওয়ার কথা স্বীকার করেছেন। বিবিসি। ডেনলি প্যাডককে একজন ‘দয়ালু, যতœশীল, শান্ত’ স্বভাবের মানুষ বলে মন্তব্য করেছেন। বুধবার ফিলিপিন্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ডেনলি এ কথা বলেন। তার এই মন্তব্যর কয়েক ঘণ্টা পর পুলিশ বলছে, অবসরপ্রাপ্ত এ্যাকাউন্টেন্ট প্যাডক ‘গোপনে আরেকটি জীবন’ যাপন করতেন বলে ধারণা করা হচ্ছে। ডলারগুলো তার জীবনবীমার কিস্তির ডলার। লাস ভেগাস পুলিশের শেরিফ জোসেফ লোম্বার্ডো এক সংবাদ সম্মেলনে ডেনলিকে ‘পারসন অব ইন্টারেস্ট’ (গুরুত্বপূর্ণ তথ্যসূত্র) বলে মন্তব্য করেছেন। পুলিশ ও গোয়েন্দারা এখন হত্যাকা-ের কারণ খতিয়ে দেখছেন। যুক্তরাষ্ট্রের পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করছে ঠিক কি কারণে প্যাডক গুলি চালিয়েছিল। রবিবারের ভয়াবহ হত্যাকা-ের আগে প্যাডকই বান্ধবী ডেনলিকে যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহ যুগিয়েছিলেন কিনা তাও জানার চেষ্টা তারা করছেন। রবিবার রাতে চালানো ওই হামলাময় ৫৯ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন একক বন্দুক হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। কনসার্টে ২২ হাজার লোক জড়ো হয়েছিল।
×