ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোরানার কাছে হেরে পিসকোভার বিদায়

প্রকাশিত: ০৫:২১, ৬ অক্টোবর ২০১৭

সোরানার কাছে হেরে পিসকোভার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার চীনা ওপেন থেকে বিদায় নেন মারিয়া শারাপোভা। তার একদিন পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ক্যারোলিনা পিসকোভাও। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকাকে হারিয়ে রীতিমতো চমকে দেন অবাছাই সোরানা সিরস্টি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৪ নাম্বারে থাকা সোরানা সিরস্টি এদিন ৬-১ এবং ৭-৫ গেমে পরাজিত করেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই ক্যারোলিনা পিসকোভাকে। কোয়ার্টার ফাইনালে সোরানা সিরস্টির প্রতিপক্ষ এখন জেলেনা ওস্টাপেঙ্কো। চলতি বছরেই প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় উঠে আসেন লাটভিয়ার এই টেনিস তারকা। লাটভিয়ার প্রথম কোন খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়েরও স্বাদ পান ওস্টাপেঙ্কো। চীনা ওপেনের শেষ ষোলোতে তার প্রতিপক্ষ ছিলেন স্বাগতিক পেং শুয়াই। কিন্তু ইনজুরির কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান তিনি। ওস্টাপেঙ্কোর বিপক্ষে ম্যাচের প্রথম সেটে তিনি যখন ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েন তখনই ডান পায়ে মারাত্মক ব্যথা অনুভব করেন। যে কারণেই পরের সময়টাতে আর কোর্টে থাকতে পারেননি তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৫ নাম্বারে থাকা পেং শুয়াই বলেন, ‘ডাক্তার আমাকে কিছু সময় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার পরিকল্পনাতে মৌসুমের শেষ সময়টা ছাড়া বিশ্রাম নেয়ার আর কোন সময় নেই।’
×