ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রীড়া পরিষদের ১৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত: ০৫:২১, ৬ অক্টোবর ২০১৭

ক্রীড়া পরিষদের ১৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জন্য ২০১৭-১৮ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ১৪১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার এনএসসির সভাকক্ষে অনুষ্ঠিত পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এ বাজেট অনুমোদন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও এনএসসির চেয়ারম্যান বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া কমিটির অনন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত ব্যয় ২০২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৬৬ কোটি ৭ লাখ টাকা এবং নিজস্ব উৎস থেকে ২৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়। বাফুফে স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে ‘বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে’র আঞ্চলিক পর্বের খেলা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের ৮টি অঞ্চলে শুরু হতে যাচ্ছে। এর চূড়ান্তপর্বের খেলা আগামী ডিসেম্বরের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে আয়োজিত হবে। এ প্রতিযোগিতায় সব জেলার ‘৪৬তম গ্রীষ্মকালীন স্কুল চ্যাম্পিয়নশিপে’র চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করতে আগ্রহী না হলে রানার্সআপ দল অংশগ্রহণ করতে পারবে। এ লক্ষ্যে সব জেলার গ্রীষ্মকালীন স্কুল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আগ্রহী থাকলে আগামী ১০ অক্টোবরের মধ্যে ওই স্কুলের নাম সংশ্লিষ্ট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের মাধ্যমে বাফুফে সচিবালয় বরাবর আবেদন করতে পারবে। বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি স্কুল ফুটবল দলকে বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটি কর্তৃক পার্টিসিপেশন মানি, জার্সি ও ফুটবল দেয়া হবে।
×