ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরুর জামিন আবেদনের আদেশ রবিবার

প্রকাশিত: ০৫:২০, ৬ অক্টোবর ২০১৭

মিরুর জামিন আবেদনের আদেশ রবিবার

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদনের আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ঠিক করেন। আদালতে মিরুর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। চলতি বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়া হয়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। মেয়র মিরু বর্তমানে কারাগারে আছেন। বিইউপিতে মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স ঢাকার মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ক্যাম্পাসে বৃহস্পতিবার ‘বিইউপি মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০১৭’-এর তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। বিইউপি গ্লোবাল এ্যাফেয়ার্স কাউন্সিল পরিচালিত কনফারেন্স ৭ অক্টোবর শেষ হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী বিশেষ অতিথি ছিলেন, ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিদ্দিকুল আলম শিকদার। -বিজ্ঞপ্তি
×