ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাক্ষীকে জেরা করার সময় আইনজীবীর মৃত্যু

প্রকাশিত: ০৫:২০, ৬ অক্টোবর ২০১৭

সাক্ষীকে জেরা করার সময় আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলাকালে এক সাক্ষীকে জেরা করার সময় অসুস্থ হয়ে আসামিপক্ষের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এ্যাডভোকেট টি এম আকবর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সহকর্মীদের তথ্য অনুযায়ী তার বয়স হয়েছিল ৯০ বছরের বেশি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা এই মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম খানের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আকবর। আইনজীবীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার শুনানি চলাকালে এ্যাডভোকেট আকবর জ্ঞান হারান। ওই সময় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে মামলার প্রথম তদন্ত কর্মকর্তাকে জেরা করছিলেন তিনি। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নুরুজ্জামান তপন সাংবাদিকদের জানান, ‘উনি অজ্ঞান হয়ে ডায়াস থেকে পড়ে গেলে দ্রুত তাকে বারডেম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।’ তপন বলেন, নিম্ন আদালতে ফৌজদারি মামলায় অভিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী টি এম আকবরের বয়স হয়েছিল ৯০ এর বেশি। দুপুরে এ ঘটনার পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি মুলতবি হয়ে যায়। বিচারক মোঃ আখতারুজ্জামান আগামী ১২ অক্টোবর শুনানির তারিখ ঠিক করে দেন। একই দিনে এ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলারও শুনানি হবে। ঢাকা বারের সাবেক সভাপতি টিএম আকবর একুশে আগস্ট গ্রেনেড মামলায় লুৎফুজ্জামান বাবর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তার পক্ষে মামলা পরিচালনা করছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলাতেও তিনি এক আসামির আইনজীবী ছিলেন।
×