ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রেটদের সঙ্গে এমসিসিতে বিশ্বসেরা অলরাউন্ডার

আবারও ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করাতে চান সাকিব

প্রকাশিত: ০৫:২০, ৬ অক্টোবর ২০১৭

আবারও ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করাতে চান সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের গৌরব সাকিব আল হাসান। আরেকবার গৌরবে মাখলেন। এবার এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটিতে সাকিবের নাম যুক্ত হলো। গ্রেটদের সঙ্গে সাকিবও এখন এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ক্রিকেট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। খুশির খবর। এমন খুশির খবরের সঙ্গে বৃহস্পতিবার সাকিব নিজেই জানিয়ে দিলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) ঢাকা ডায়নামাইটসকে আবারও চ্যাম্পিয়ন করাতে চান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই সাকিব। বিশ্রাম নিয়েছেন। তবে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবেন। সোমবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে বিপিএলে খেলতে নামতে হবে। ঢাকা ডায়নামাইটসের আইকন ক্রিকেটার সাকিব। গত আসরের চ্যাম্পিয়ন দলও। এবারও চ্যাম্পিয়ন হতে চান। বৃহস্পতিবার একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরের জন্য নতুন লোগো ও জার্সি উন্মোচন করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। হোটেল আমারি’তে নতুন লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির মালিক শায়ান এফ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ওবেদ আর নিজাম, দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং অধিনায়ক সাকিব আল হাসান। দলে কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, শেন ওয়াটসন, এভিন লুইস, ক্যামেরন ডেলপোর্ট, রভম্যান পাওয়েল এবং মোহাম্মদ আমির ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন। এছাড়া দেশীয় খেলোয়াড়দের মধ্যে মেহেদী মারুফ ও মোসাদ্দেক হোসেন সৈকত মাঠে নজরকাড়া পারফর্মেন্স দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এ দলটি নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সাকিব। অনুষ্ঠানের একটি পর্যায়ে সাকিব বলেন, ‘অবশ্যই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে এটার তো নিশ্চয়তা দেয়া যায় না। চেষ্টা থাকবে গত বছর যেভাবে খেলেছি, এবারও সেভাবে খেলতে। ভয়ডরহীন ও ইতিবাচক খেলার চেষ্টা করব।’ সাকিব এমসিসি ক্রিকেট কমিটির সদস্য হওয়া নিয়েও উচ্ছ্বসিত। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন ফরমেটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার অনন্য অর্জন রয়েছে সাকিব আল হাসানের। তার হাত ধরে বাংলাদেশ পেয়েছে প্রথম বিশ্বসেরার সম্মান। এবার সাকিব বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটিতে। ১৫ সদস্যের এ কমিটিতে রয়েছেন মাইক গ্যাটিং, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, ইয়ান বিশপ ও ব্রেন্ডন ম্যাককালামের মতো সাবেকরা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী এমসিসি বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নে নেতৃত্ব দিয়ে থাকে। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির ভাবনা থেকেই ২০০৬ সালে যাত্রা শুরু করে বিশ্ব ক্রিকেট কমিটি। স্বাধীন এ কমিটি বছরে দুইবার সভায় বসে ক্রিকেটের ভালমন্দ সুপারিশ করে থাকে আইসিসিকে। এসব সুপারিশ বাস্তবায়ন হয় আইসিসির অনুমোদন সাপেক্ষে। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ারদের নিয়ে গঠন করা হয় এ কমিটি। ক্রিকেট ইতিহাসে মাঠ এবং মাঠের বাইরে সেরা কিছু নামের আগে অলঙ্কৃত করেছেন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। আম্পায়ারদের মধ্যে যেমন ছিলেন ডেভিড শেফার্ড। সাবেকদের মধ্যে ছিলেন ব্যারি রিচার্ডস, মার্টিন ক্রো, স্টিভ ওয়াহ, মাইক আথারটন, জিওফ্রে বয়কটের মতো স্বনামধন্য ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় এবার যোগ হলেন সাকিবও। সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে বেছে নেয়ায় সত্যিই সম্মানিত বোধ করছি। আমাকে এমন সম্মান দেয়ার জন্য ধন্যবাদ।’
×