ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই ফুটবল, আজ রাতে তুরিনে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ মেসিডোনিয়া, আলবেনিয়াকে আতিথ্য ;###;দিচ্ছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা

জিতলেই বিশ্বকাপের মূলপর্বে স্পেন

প্রকাশিত: ০৫:১৯, ৬ অক্টোবর ২০১৭

জিতলেই বিশ্বকাপের মূলপর্বে স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট অনেকটাই নিশ্চিত স্পেনের। আজ রাতে নিজেদের মাঠে আলবেনিয়াকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে মূলপর্ব নিশ্চিত হবে সার্জিও রামোসদের বিশ্বকাপে খেলা। গত সেপ্টেম্বরে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে দুর্বল লিচেনস্টেইনের বিরুদ্ধে গোলোৎসব করে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়রা। ওই ম্যাচে স্বাগতিকদের ৮-০ গোলে বিধ্বস্ত করে এক পা বিশ্বকাপে দিয়ে রেখেছে স্প্যানিশরা। আগের রাউন্ডে ঘাম ঝরানো জয় পেয়েছিল ইতালি। নিজেদের মাঠে ইসরাইলকে ১-০ গোলে হারিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমানে আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে তাদের। ইতালি ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় শেষ দুই রাউন্ডের একটিতে জিতলেই গ্রুপের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপে উঠে যাবে স্পেন। এ কারণে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ অনেকটাই কম ইতালির। আজ্জুরিদের তাই সেরা রানার্সআপ দলের একটি হয়ে বা প্লে-অফ খেলে বিশ্বকাপের টিকেট নিতে হবে, এটা অনেকটা নিশ্চিত। আলবেনিয়া ও ইসরাইলের বিরুদ্ধে বাছাইপর্বে শেষ দু’টি ম্যাচে স্পেন দল থেকে বাদ পড়েছেন ডানি কারভাজাল, আলভারোমারাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা। আজ রাতের ম্যাচের তিনদিন পর ৯ অক্টোবর ইসরাইল সফরে যাবে স্পেন। ভাইরাল ইনফেকশনের কারণে রিয়াল মাদ্রিদের ফুলব্যাক বর্তমানে বিশ্রামে আছেন। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২৫ বছর বয়সী কারভাজাল চ্যাম্পিয়ন্স লীগে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন। প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চেলসির ১-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় মাঠের বাইরে চলে গেছেন মোরাতা। ম্যাচটিতে তিনি ৩৫ মিনিট পর্যন্ত খেলেছিলেন। মাদ্রিদ থেকে চলতি মৌসুমে চেলসিতে যোগ দেবার পরে এ পর্যন্ত আট ম্যাচে মোরাতা করেছেন সাত গোল। আর লাস পালমাসের বিরুদ্ধে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগামী ১০ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সিলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। এদিকে বাছাইপর্বের জন্য ঘোষিত ইতালি দল থেকে বাদ পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইনের মিডফিল্ডার মার্কো ভেরাট্টি। মেসিডোনিয়ার বিরুদ্ধে বছাইপর্বের ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন। ঘোষিত স্কোয়াডে ভেরাট্টির নাম অন্তর্ভুক্ত করেননি ইতালি জাতীয় দলের প্রধান কোচ জিয়ামপিয়েরো ভেনটারা। বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন। তিনদিন পর আলবেনিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচেও অংশ নিবে আজ্জুরিরা। ভেরাট্টিকে দলভুক্ত না করার কোন ব্যাখ্যা দেয়নি ইতালীয় ফেডারেশন। ফরাসী লীগ ওয়ানে পিএসজির হয়ে ৭৯ মিনিট খেলেছেন তিনি। বর্দোর বিরুদ্ধে লীগ ওয়ানের ওই ম্যাচে ৬-২ গোলে জয়লাভ করে প্যারিসের জায়ান্টরা। নিজেদের সর্বশেষ ম্যাচে সিরো ইমোবিলের করা গোলে ইসরাইলকে হারায় ইতালি। এরআগে ২ সেপ্টেম্বর সান্টিয়াগো বার্নব্যুতে স্পেনের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পর ‘জি’ গ্রুপ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথ কঠিন হয়ে গেছে আজ্জুরিদের। এখনও টেবিলের শীর্ষে থাকা স্পেনের চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে বুফনের দল। যেহেতু হাতে আরও দুটি ম্যাচ আছে, তাই স্প্যানিশদের হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছানোর সুযোগ এখনও ইতালির আছে। তবে সেটা খুব কঠিন। কারণ স্পেনের শেষ দুই প্রতিপক্ষ সহজ। আর একটি ম্যাচ জিতলেই স্পেনের বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। সেটা হয়ে যেতে পারে আজ রাতেই।
×