ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্যামলীর ভারতীয় ভিসা কেন্দ্রে এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আবেদন করা যাবে

প্রকাশিত: ০৫:১৯, ৬ অক্টোবর ২০১৭

শ্যামলীর ভারতীয় ভিসা কেন্দ্রে এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আবেদন করা যাবে

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী ১০ অক্টোবর থেকে ঢাকার শ্যামলীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আগাম টিকেট ও এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আবেদন করা যাবে। ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করার এই তথ্য প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর থেকে ভ্রমণ ভিসা আবেদনকারীরা আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিরপুর রোডের আইভিএসিতে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। ভ্রমণের নিশ্চিত টিকেট জমা দেয়ার প্রয়োজন হবে না। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেয়া হবে। এতে আরও বলা হয়, অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন মেডিক্যাল ভিসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য আবেদন আগের মতোই সরাসরি জমা দেয়া যাবে। নতুন এই ব্যবস্থা পাইলট উদ্যোগ হিসেবে গত ৯ জুলাই থেকে চট্টগ্রামে এবং ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও রংপুরের আইভিএসিগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হয়। ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত ভ্রমণে বাংলাদেশীরা এগিয়ে থাকলেও দেশটির ভিসা পাওয়া নিয়ে নানা ভোগান্তির অভিযোগ বহু দিনের। তবে ভিসা পাওয়া সহজ করতে সম্প্রতি বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। আইটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাবিতে নয়া কোর্স চালু বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) চালু হয়েছে ‘এ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি)’ শীর্ষক নতুন একটি প্রশিক্ষণ কোর্স। বৃহস্পতিবার আইবিএ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান কোর্সটির উদ্বোধন করেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ভারতের আইআইএম আহমেদাবাদ এবং আইআইটি দিল্লীর সহযোগিতায় আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এই প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এসিএমপি প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের কর্মকর্তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, বিজনেস এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, স্ট্র্যাটিজি ম্যানেজমেন্ট, বিজনেস এনালাইটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
×