ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলকা

প্রকাশিত: ০৫:১৯, ৬ অক্টোবর ২০১৭

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলকা

স্পোর্টস রিপোর্টার ॥ অলরাউন্ডার দানুশকা গুনাথিলকা দারুণ ফর্মে আছেন। ধারাবাহিকভাবেই শ্রীলঙ্কার হয়ে অবদান রাখছেন তিনি। তবে ক্রিকেটীয় যোগ্যতা ও সামর্থ্যরে পাশাপাশি অধিক জরুরী বিষয় শৃঙ্খলা বজায় রাখা। সেদিক থেকে গুনাথিলকা নিজেকে ঠিক জায়গায় রাখতে পারেননি। সম্প্রতিই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া পূর্ণাঙ্গ সিরিজে অভদ্রতা, দুর্ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাই কঠোর হয়েছে, ২৬ বছর বয়সী এ অলরাউন্ডার তাই ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। বার্ষিক বেতনের ২০ ভাগও করা হয়েছে কর্তন। এ কারণে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলে নেই গুনাথিলকা। প্রতিপক্ষের বিরুদ্ধে স্লেজিং করাটা ক্রিকেটেরই অংশÑ এক্ষেত্রে প্রতিপক্ষ কোন ক্রিকেটারের সঙ্গে অশালীন ব্যবহারও স্ব-স্ব দেশে গুরুতর কোন অপরাধ হিসেবে বিবেচিত হয় না। কারণ সেটি পুরোপুরিই পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) করে থাকে। তবে শ্রীলঙ্কা দলের ম্যানেজার অশঙ্কা গুরুসিংহে এসএলসির কাছে অভিযোগ করেছিলেন গুনাথিলকার বাজে ব্যবহারের বিষয়ে। তারপর বিষয়টি খতিয়ে দেখে এ অলরাউন্ডারের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে এসএলসি। ৬ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকায় বার্ষিক বেতনের ২০ শতাংশ কর্তনও করেছে। আর এ কারণেই দারুণ ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে নেই গুনাথিলকা। কারণটা কি হতে পারে তাই নিয়ে চলছিল কানাঘুষা। তবে কয়েক ঘণ্টা পর জানা গেল, শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়েছেন তিনি। এ বছর ১২ ওয়ানডেতে ৪২.৪১ গড়ে রান করেছেন গুনাথিলকা। এসএলসির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, শৃঙ্খলার অভাব ছিল মূল কারণ। মূলত দলের ম্যানেজার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার পর আমরা তদন্ত শুরু করেছিলাম।
×