ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ সভা করল বিসিবির বর্তমান কমিটি

প্রকাশিত: ০৫:১৮, ৬ অক্টোবর ২০১৭

শেষ সভা করল বিসিবির বর্তমান কমিটি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি শেষ সভাটি করে ফেলল বৃহস্পতিবার। এ সভাতেই আবার পাঁচ সদস্যের নির্বাচক কমিশন গঠন করেছে। আর মাত্র কয়েকদিন বাকি। ২০১৩ সালের ১৩ অক্টোবর নির্বাচন হলেও ১৭ অক্টোবর বর্তমান কমিটির প্রথম সভা হয়েছিল। সেই থেকেই চার বছরের মেয়ার শুরু হয়। আগামী ১৭ অক্টোবর তাই বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগে বৃহস্পতিবার নির্বাচক কমিশন গঠন করেছে বিসিবি। ক্রীড়া সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চেয়েছে বিসিবি। এ নির্বাচন কমিশন কবে বিসিবির নির্বাচন হবে তা জানাবে। আইসিসি’র দেয়া নির্দেশনা অনুযায়ী আরেকটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বিসিবি সভাকক্ষে বসেছিল বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা। যেখানে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রীড়া সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমরা চাচ্ছি এবং বোর্ড তা অনুমোদন দিয়েছে। ওনার সঙ্গে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি, এনএসসি যাকে পাঠায়। এ্যাটর্নি জেনারেলের অফিস থেকে একজন, একজন লিগ্যাল এ্যাডভাইজার এবং বিসিবি’র বর্তমান সিইও নিজাম উদ্দিন চৌধুরী। পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এটা অবশ্যই তাদের অনুমোদনের প্রেক্ষিতে।’ বিসিবি নির্বাচন কমিশন গঠন করলেই হবে না। নির্বাচক কমিশনে যারা থাকবেন তাদেরও মতামত লাগবে। তাইতো বিসিবি সভাপতি বলেছেন, ‘সম্মতি মিললেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। এরপর তারা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে। কিভাবে হবে না হবে সবই তারা নির্ধারণ করবে। এখানে আমাদের আর কিছু বলার নেই। আমরা যেটা করব, কাউন্সিলরের জন্য বিভিন্ন জায়গায় নাম চেয়ে পাঠাব, সবসময় যেটা হয়।’ বিসিবির এ সিদ্ধান্ত এখন জাতীয় ক্রীড়া পরিষদে যাবে। অনুমোদন লাগবে। বিসিবির নির্বাচন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। নির্বাচনকে সামনে রেখে গত ২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বিসিবি’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)। এরপর তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পাঠানো হলে তাতে সম্মতি দেয় দেশের ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা। তাদের অনুমোদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার বিসিবি জরুরী সভা ডেকে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়।
×