ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৪:৫৬, ৬ অক্টোবর ২০১৭

ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে হঠাৎ তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। দিনদুপুরে এ চক্রটি কৌশলে লুট করে নিচ্ছে লাখ লাখ টাকা। তিন দিনের ব্যবধানে এবার নগরীর মতিহার থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে জুটমিল কর্মকর্তার কাছ থেকে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরীর অদূরে মতিহার থানার মাহেন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এর অগে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অলোকার মোড়ের বাসিন্দা নাসিমুল হকের স্ত্রী ফেরদৌসী বেগমের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করা হয়। নগরীর মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, নগরীর মতিহার থানা এলাকায় মাহেন্দ্রা এলাকায় অবস্থিত রহমান জুটমিল। ওই মিলের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়ার জন্য পাশের হরিয়ান এলাকার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে প্রাইভেটকারে ফিরছিলেন জুটমিলের এক কর্মকর্তা। এ সময় পথে ইটখোলা নামক এলাকায় ৭-৮ জনের একটি ছিনতাইকারী দল ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের গতি রোধ করে। এরপর ব্যাগ তল্লাশির নাম করে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাই করে ৫টি মোটরসাইকেলযোগে পালিয়ে যায় বলে তাদের কাছে অভিযোগ করা হয়।
×