ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দলে টানার চেষ্টা করছে জঙ্গী সংগঠনগুলো

প্রকাশিত: ০৪:৫৫, ৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের দলে টানার চেষ্টা করছে জঙ্গী সংগঠনগুলো

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বিভিন্ন জঙ্গী সংগঠন। রোহিঙ্গাদের মাঝে জঙ্গী প্রশিক্ষণের ভিডিও মোবাইলে ভাইরাল করছে বিভিন্ন সিন্ডিকেট। ইসলামের জন্য প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়ে তৎপর থাকার জন্য রোহিঙ্গাদের দৃষ্টি আকর্ষণে কম্পিউটারের মাধ্যমে উস্কানিমূলক ভিডিও এবং অডিও স্পীকারের মাধ্যমে প্রচার করছে এমন তথ্য মিলেছে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে। এ ঘটনায় কক্সবাজারের উখিয়া থেকে কামাল হোসেন নামের এক জঙ্গী উস্কানিদাতাকে গ্রেফতার করে র‌্যাব সেভেনের একটি দল উখিয়া থানায় সোপর্দ করেছে বৃহস্পতিবার। তার কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ জিহাদী অডিও-ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে র‌্যাব সেভেনের ইন্টেলিজেন্স টিম। এদিকে, বিভিন্ন ইন্টেলিজেন্স টিম জঙ্গী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে কাজ করে গেলেও অপরাধী সিন্ডিকেট গোপনে তৎপর রয়েছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এমন অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জঙ্গী তৎপরতায় উস্কানি দিয়ে আসছিল কামাল। রোহিঙ্গা ক্যাম্পের পাশেই কম্পিউটারের মনিটরে জঙ্গী প্রশিক্ষণের ভিডিও প্রদর্শনের মাধ্যমে তার দোকানের আশপাশ এলাকায় মানুষের ভিড় তৈরি করছিল। শুধু তাই নয় আইএস, ফিলিস্তিনী ও বিভিন্ন দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও ছিল কামালের কাছে। পেন ড্রাইভে করেই এসব ভিডিও অন্যত্র স্থানান্তরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে র‌্যাব সেভেনের সিনিয়র এএসপি মিমতানুর রহমান জনকণ্ঠকে জানিয়েছেন, কামালকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে জঙ্গী প্ররোচনায় ব্যবহৃত বিভিন্ন ভিডিও উদ্ধার করা হয়েছে। এছাড়াও সে মেমোরি কার্ডের মাধ্যমে এ ধরনের ভিডিও মোবাইলে মোবাইলে ছড়িয়ে দিয়ে রোহিঙ্গাদের উৎসাহিত করে ব্যবসা পরিচালনা করছিল। তাকে সন্ত্রাস দমন আইনে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
×