ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপজেলা চেয়ারম্যানের অভিযোগ মিথ্যা ॥ দাবি জেলা প্রশাসকের

প্রকাশিত: ০৪:২৯, ৬ অক্টোবর ২০১৭

উপজেলা চেয়ারম্যানের অভিযোগ মিথ্যা ॥ দাবি জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সরকারী জমি, খাল ও বনের জমি দখল নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। এ নিয়ে জেলা প্রশাসক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী নিয়ম ভঙ্গ করে সংবাদ সম্মেলন করারও অভিযোগ তুলেছেন। সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন স্থানীয় এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারী জমি, খাল, বনসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ এনে সম্প্রতি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ প্রেক্ষিতে পুনরায় সীমানা যাচাইয়ের পর গাজীপুরের জেলা প্রশাসক ওই চেয়ারম্যানের অভিযোগ নাকচ করে এ দাবি করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে জেলার সমস্যা নিয়ে আলোচনাকালে বলেন, সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুরের আড়াই শ’ প্রসাদ ও বিকে বাড়ি মৌজায় তার সাড়ে ৩১ শতাংশ জমি, উক্ত জমির পাশে ১৬ শতাংশ সরকারী খাল, ৬ শতাংশ খাস জমি, দুই পাশে বনের জমির সীমানা নির্ধারণ করে দেয়া হয়। এ বিষয়ে তার কোন আপত্তি থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিকার চাইতে পারতেন। কিন্তু তিনি তা না করে সরকারী ভাতাভোগী একজন উপজেলা চেয়ারম্যান হয়ে সরকারী নিয়ম নীতি লঙ্ঘন করে গত ১০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেছেন।
×