ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চবি ছাত্রলীগের ৫ নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২৮, ৬ অক্টোবর ২০১৭

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চবি ছাত্রলীগের ৫ নেতার সংবাদ সম্মেলন

চবি সংবাদদাতা ॥ অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে গত ৫ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে স্থগিত করা হয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রের সেই নিষেধাজ্ঞা উপক্ষো করে সাংগঠনিক প্যাডে লিখিত বক্তব্য ছাপিয়ে ও নিজেদের পদ ব্যবহার করে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের স্থগিত কমিটির ৫ নেতা। এতে নিজের পদ ব্যবহার করে সাংগঠনিক প্যাডে লিখিত বক্তব্য পাঠ করেন স্থগিত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করেন চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল, এনামুল হক আরাফাত, নাসির উদ্দিন সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, উপ-আপ্যায়ন সম্পাদক সায়ন অমিত। ছাত্রলীগ কর্মী তাপস সরকার হত্যার বিচার দাবিতে তারা এ সংবাদ সম্মেলন করে। বুধবার চট্টগ্রামে তাপস হত্যা মামলার প্রধান আসামি আশরাফুজ্জামান আশা আদালতে আত্মসমর্পণ করার পরই তারা এ সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়। সংবাদ সম্মেলনে সাংগঠনিক প্যাড ও পদবি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি উপস্থিত ৫ নেতা।
×