ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:২৪, ৬ অক্টোবর ২০১৭

চাঁদা না পেয়ে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ অক্টোবর ॥ দাবিকৃত চাঁদা না পেয়ে আশুলিয়ায় এসএম রিফাত (২২) নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানার নবীনগর এলাকার সাভার সেনা অডিটরিয়াম সিনেমা হলের ছাদে এ ঘটনা ঘটে। আহত পোশাক শ্রমিকের ভাই জয়নাল জানান, তার ভাই ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করে আসছিল। কয়েকদিন ধরে আশুলিয়ার পল্লী বিদ্যুত এলাকার সন্ত্রাসী রাকিব তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা এদিন দুপুরে তাকে নবীনগর এলাকা থেকে কৌশলে ধরে নিয়ে সাভার সেনা অডিটরিয়াম সিনেমা হলের ছাদে নিয়ে রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। অচেতন হয়ে গেলে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা লুট করে নিয়ে যায়। পরে গোঙানির শব্দ শুনে সিনেমা হলের কর্মচারীরা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×