ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:২০, ৬ অক্টোবর ২০১৭

গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৫ অক্টোবর ॥ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অফিসার্স ক্লাবে বিভিন্ন ইউপি সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ, উপজেলা সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান ও হাসিবুল ইসলাম প্রমুখ। শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ অক্টোবর ॥ সদর উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে বিশেষ এলাকার উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সহায়তা বাবদ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনাতনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু।
×