ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের এন্তার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৯, ৬ অক্টোবর ২০১৭

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের এন্তার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ অক্টোবর ॥ যেন ভূতের কারবার। পূর্বের এবং বর্তমান রিডিং একই, ৫৬১৫। তারপরও ব্যবহৃত ইউনিট ৫। এমন অংক কেউ মেলাতে পারবেন না। পল্লীবিদ্যুত সমিতি কলাপাড়া অফিসের হিসাব এমন। জুলাই-২০১৭ এমন বিল দিয়েই ক্ষান্ত হয়নি বিদ্যুত বিভাগ। একই গ্রাহককে সেপ্টেম্বরে একই রিডিং নম্বর লিখে ৩০০ ইউনিটের বিল দেয়া হয়েছে। টাকার অংকে তিন হাজার ২৮২। কলাপাড়া পৌরশহরের বাদুরতলী এলাকার ৭৩৬-১০৫৫ হিসাবধারী গ্রাহক মনির পল্লীবিদ্যুতের এমন জাঁতাকলে পড়ে এক চিড়ে-চ্যাপ্টা অবস্থা। পল্লীবিদ্যুত সমিতির ডিজিএম সুদেব কুমার সরকার জানান, গ্রাহকের মিটারটি খারাপ হওয়ায় সেপ্টেম্বর মাসে গড় বিল দেয়া হয়েছে। দ্রুত মিটারটি পরিবর্তন করা হচ্ছে। কিন্তু গ্রাহক বেচারার বাড়তি বিলের কী হবে। আরেক দশায় কুয়াকাটার মিজানুর রহমান। হিসাব নম্বর ৭৫৪-১৯০৫। তাকে ২০১৬ সালের এপ্রিল মাসে বিল দেয়া হয়েছে ১ হাজার ২০৫ টাকা। কিন্তু জুন (২০১৬) মাসে বিল দেয়া হয় নয় হাজার ৩৩৪ টাকা। এই গ্রাহক এর কোন সুরাহা পাননি। ৭৩৮-১৭৮০ নম্বর হিসাবের গ্রাহক আঃ করিম হাওলাদার। কলাপাড়া পৌরসভার সদর রোডের ব্যবসায়ী।
×