ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লটারির নামে প্রতারণা ॥ চীনা নাগরিকসহ আটক ১২

প্রকাশিত: ০৪:১৮, ৬ অক্টোবর ২০১৭

লটারির নামে প্রতারণা ॥ চীনা নাগরিকসহ আটক ১২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লটারির নামে প্রতারণার অভিযোগে নগরীর দক্ষিণ খুলশী এলাকার একটি বাড়ি থেকে এক চীনা নাগরিকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। জনসেবায় তহবিল গঠনের নাম করে টিকেট বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছিল এরা। কাউন্টার টেররিজম ইউনিট এবং নগর গোয়েন্দা পুলিশের টিম বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এদের আটক করে। সিএমপি সূত্রে জানানো হয়, পেট্রো নজরুল বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিবিডিএফ) নামে লটারির টিকেট বিক্রি করছিল প্রতারকরা। ২০, ৫০ এবং ১০০ টাকার লটারিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার লোভ দেখিয়ে সহজ-সরল ও গরিব মানুষদের প্রতারণা করা হচ্ছিল। এ ধরনের ফান্ড গঠন বা কার্যক্রম পরিচালনার জন্য কোন ধরনের সরকারী অনুমোদন নেই। গোপন তথ্যে চক্রটির বিষয়ে নিশ্চিত হওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মোট ১২ জনকে। এর মধ্যে শেন জিয়াং (৩৬) নামের এক চীনা নাগরিকও রয়েছে। বাকি ১১ জনই বাঙালী, যার মধ্যে দুজন নারীও রয়েছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন জানান, অনুমোদনহীন এ প্রতিষ্ঠানটি কাজ শুরু করে ২০১৬ সালের ডিসেম্বরে। নগরীতে ৪১টি খুচরা দোকানের মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছিল। হামদর্দ ভার্সিটিতেওরিয়েন্টেশন বুধবার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ‘ফল সেমিস্টার ২০১৭’-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হামদর্দনগর, গজারিয়া, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং হামদর্দের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান। উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, লে. কর্নেল (অব) মাহবুবুল আলম চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া (রাসেল), ট্রেজারার অধ্যাপক ড. মোঃ গোলাম মরতুজা, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার লুৎফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা প্রমুখ। -বিজ্ঞপ্তি
×