ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে বিদ্যুত শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:১৮, ৬ অক্টোবর ২০১৭

শেরপুরে ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে বিদ্যুত শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ অক্টোবর ॥ নকলায় পিডিবি কর্তৃপক্ষের গাফিলতির কারণে বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে প্রাণ হারিয়েছে জাহেদুল ইসলাম (২৬) নামে এক বিদ্যুত শ্রমিক। বৃহস্পতিবার সকালে নকলা উপজেলার পূর্ব লাভা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম স্থানীয় কুর্শাবাদাগৈড় এলাকার মৃত আবুল কাশেম উরফে মথুরার ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এরা হচ্ছেÑ নকলা খাদ্যগুদাম মহল্লার চানু মেম্বারের ছেলে রনি মিয়া ও পিডিবি লাইনে মই সরবরাহকারী আব্দুল মোতালেবের ছেলে লালন মিয়া। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিক্ষার উৎকর্ষ বৃদ্ধিতে বাউবিতে সেমিনার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বৃহস্পতিবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার উৎকর্ষ বৃদ্ধিতে ‘দ্য রোল অব টিচার্স ইন এনসিওরিং কোয়ালিটি এডুকেশন শীর্ষক’ এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএ মান্নান এ সেমিনারে সভাপতিত্ব করেন। অধ্যাপক সুফিয়া বেগম, অধ্যাপক ড. মমতাজ উদ্দীন পাটোয়ারী, অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া, ড. মহা. শফিকুল আলম, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন বক্তব্য রাখেন। সভায় উপাচার্য শিক্ষকতার মহান পেশায় নৈতিকতা, মূল্যবোধ জাগরণের ওপর গুরুত্ব দিয়ে সেমিনারে উপস্থিত শিক্ষকদের শপথের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে নিজেকে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান।
×