ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোকা দমনে জনপ্রিয় হচ্ছে পাচিং পদ্ধতি

প্রকাশিত: ০৪:১৫, ৬ অক্টোবর ২০১৭

পোকা দমনে জনপ্রিয় হচ্ছে পাচিং পদ্ধতি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ অক্টোবর ॥ কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে আমন ক্ষেতের পোকা দমনের পাচিং পদ্ধতির ব্যবহার। জমিতে সার দেয়ার পর থেকেই আমন ক্ষেতে ক্ষতিকর ঘাসফড়িং, পাতা মোড়ানো, চুঙ্গি ও মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। এসব পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকরা প্রাকৃতিক, সহজ, কৃষি ও পরিবেশবান্ধব ডেড ও জীবন্ত পাচিং পদ্ধতি ব্যবহার করছে। এ পদ্ধতি ব্যবহারের ফলে কমেছে কীটনাশকের ব্যবহার। জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর। ধান উৎপাদনের প্রধান অন্তরায় ক্ষতিকারক পোকার আক্রমণ। ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রোপা আমনের ক্ষেত রক্ষায় পাচিং পদ্ধতি একটি কৃষিবান্ধব প্রযুক্তি। এ প্রযুক্তি প্রয়োগে ধানক্ষেতে বালাইনাশক দেয়ার প্রয়োজন হয় না। একরপ্রতি ৮-১০টি বাঁশের কঞ্চি ও বিভিন্ন গাছের ডাল পুঁতে দিতে হয়। এ পাচিংয়ের (খুঁটি) ওপর বিভিন্ন প্রজাতির পাখি বসে ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে। এতে জমিতে কীটনাশক খরচ কম ও পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হয়।
×