ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্চেন্ট ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৪:০৮, ৬ অক্টোবর ২০১৭

মার্চেন্ট ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্চেন্ট ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে তাদের যতটুকু বাজারে সক্রিয় থাকার কথা ততটুকু তা থাকছে না। বাজারে স্থায়ী স্থিতিশীলতা আনতে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা অনেক। তাদের আরো সক্রিয় হতে হবে। বৃহস্পতিবার ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ ২০১৭ এর ৪র্থ দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড.এম. খায়রুল হোসেন এসব কথা বলেন। এই দিনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা সবসময় থাকবো না। আজ আছি তো কাল নেই। কিন্তু বিনিয়োগকারীরা সবসময় থাকবেন। আমরা চাই মার্কেটটা একটা স্থিতিশীল পর্যায়ে যাক। আর মার্কেট স্থিতিশীল জায়গায় পৌঁছাতে হলে সকলকেই যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে এম.এ মান্নান বলেন, বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য হলো মানুষকে বড় করা। ব্যবসা-বাণিজ্য করা সরকারের কাজ নয়। সরকারের কাজ সেটা নজরদারি করা। আর সেই চেষ্টাই করে যাচ্ছি আমরা। বিএসইসি এরই মধ্যে তাদের কাজের জন্য সন্মান কুঁড়িয়েছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে পুঁজিবাজারে খারাপ কোনো আবহাওয়া এখন নেই। কারণ পুঁজিবাজার নিয়ে মানুষের ধারনা অনেক পাল্টেছে। যেহেতু বাজারে কোনো মন্দ হাওয়া নেই। তাই আমরা বুঝে নিয়েছি বাজার এখন ভালো। যদিও আমি পুঁজিবাজার নিয়ে কিছুই বুঝি না। তিনি আরও বলেন, বিএসইসি যে পদক্ষপ নিয়েছে তাতে সরকার সবসময় সাহায্য করবে। বিএসইসিকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা যেন তারা যথাযথভাবে ব্যবহার করেন।
×