ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অকারণে তিন কোম্পানির দর বাড়ছে

প্রকাশিত: ০৪:০৮, ৬ অক্টোবর ২০১৭

অকারণে তিন কোম্পানির দর বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হচ্ছে- শাইন পুকুর সিরামিকস, ফু-ওয়াং ফুড ও রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানি তিনটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই। বুধবার এই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। ফু ওয়াং ফুডের শেয়ার দর গত ১ অক্টোবর থেকে টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৯ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২২ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এছাড়া রহিমা ফুডের শেয়ার দর গত ২১ সেপ্টেম্বর থেকে একটানা বেড়েছে। আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। সুহৃদ ইন্ডাস্ট্রিজের সব পরিচালকের পদত্যাগ অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব পরিচালক পদত্যাগ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ৩ আগস্ট কোম্পানির বোর্ড সভায় সব পরিচালক তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড। সম্প্রতি ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টের সঙ্গে সুহৃদ ইন্ডাস্ট্রিজের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী সম্প্রতি সুহৃদের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ইউরোদেশ কনজ্যুমার। পর্যাপ্ত বিদ্যুত ও গ্যাস সরবরাহ না থাকায় সুহৃদ ইন্ডাস্ট্রিজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউরোদেশ গ্রুপের কাছে ব্যবস্থাপনা হন্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৯০.৬০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে।
×