ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইসিবির ৫ ফান্ডের সঞ্চিতি ঘাটতি ৬০ কোটি টাকা

প্রকাশিত: ০৪:০৬, ৬ অক্টোবর ২০১৭

আইসিবির ৫ ফান্ডের সঞ্চিতি ঘাটতি ৬০ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ৫ মেয়াদী মিউচুয়াল ফান্ডের শেয়ারে বিনিয়োগজনিত লোকসানের বিপরীতে সঞ্চিতি ঘাটতি ৬০ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনে ফান্ডগুলোর নিরীক্ষকের মতামতে এমন তথ্য দেয়া হয়েছে। ফান্ডগুলোর নিরীক্ষক জানায়, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগজনিত ক্ষতির বিপরীতে সঞ্চিতি করেছে ১০ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকা। অথচ আইনানুযায়ী, সঞ্চিতি রাখতে হত ১৫ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকা। ফান্ডটির সঞ্চিতি ঘাটতি ৫ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকা। আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগজনিত ক্ষতির বিপরীতে সঞ্চিতি করেছে ৮ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকা। অথচ আইনানুযায়ী, সঞ্চিতি রাখতে হত ২১ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা। ফান্ডটির সঞ্চিতি ঘাটতি ১৩ কোটি ২৬ লাখ টাকা। প্রাইম ব্যাংক ওয়ান আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগজনিত ক্ষতির বিপরীতে সঞ্চিতি করেছে ৮ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। অথচ আইনানুযায়ী, সঞ্চিতি রাখতে হতো ২৩ কোটি ৯ লাখ ৩২ হাজার টাকা। ফান্ডটির সঞ্চিতি ঘাটতি ১৪ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকা। ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগজনিত ক্ষতির বিপরীতে সঞ্চিতি করেছে ৫ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার টাকা। অথচ আইনানুযায়ী, সঞ্চিতি রাখতে হতো ১৫ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা। ফান্ডটির সঞ্চিতি ঘাটতি ৯ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা। আইসিবি ৩য় এনআরবি মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগজনিত ক্ষতির বিপরীতে সঞ্চিতি করেছে ৯ কোটি ১০ লাখ ৩৩ হাজার টাকা। অথচ আইনানুযায়ী, সঞ্চিতি রাখতে হতো ২৭ কোটি ৪৫ লাখ টাকা। ফান্ডটির সঞ্চিতি ঘাটতি ১৮ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা। এ বিষয়ে বিএসইসির প্যানেলভুক্ত বিভিন্ন নিরীক্ষকের সঙ্গে আলাপকালে জানা যায়, মিউচুয়াল ফান্ডগুলো সঞ্চিতি ঘাটতি করে প্রকৃত মুনাফা বেশি দেখিয়েছে। এতে ফান্ডগুলোর হিসাব মান ক্ষুণœ হয়েছে।
×