ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরামবাগকে হারিয়ে মোহামেডানের দু’ধাপ উন্নতি

প্রকাশিত: ০৮:৩৯, ৫ অক্টোবর ২০১৭

আরামবাগকে হারিয়ে মোহামেডানের দু’ধাপ উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দুই ম্যাচ পর আবারও জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে (রাতে অনুষ্ঠিত) ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইটরা ৩-১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। জয়ী দলের নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু জোড়া গোল করেন ম্যাচের ২০ এবং ৬০ মিনিটে। অপর গোলটি করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে (৯০+৩ মিনিটে)। আরামবাগের মিডফিল্ডার শাহরিয়ার বাপ্পি ৮৪ মিনিটে ১টি গোল শোধ করেন। নিজেদের নবম ম্যাচে এটা তৃতীয় জয় ১২ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের। পয়েন্ট ১১। পয়েন্ট টেবিলে অবস্থানের উন্নতি হলো দু’ধাপ। অষ্টম থেকে উঠে এলো ষষ্ঠ স্থানে। পেছনে ফেলল বিজেএমসি এবং রহমতগঞ্জকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ‘দ্য রাইজিং স্ট্রেন্থ’ খ্যাত আরামবাগের ষষ্ঠ হার। ৭ পয়েন্ট নিয়ে তাদের একধাপ অবনতি হলো। এখন তারা দশ নম্বরে (১২ দলের মধ্যে)।
×