ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতৃত্বকে হানিফ

২০১৯ ও ’২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান

প্রকাশিত: ০৮:৩৮, ৫ অক্টোবর ২০১৭

২০১৯ ও ’২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির নেতৃত্বকে আগামী ২০১৯ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভুলে যেতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, আগামী ’১৯ সালের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভুলে যান। ’২৪ সালের নির্বাচনেও জয়লাভ করার স্বপ্ন দেখবেন না। তারপরও যদি কোন ভাল কাজ করে থাকেন, তখন আপনাদের কথা জনগণ ভাববে কি-না সন্দেহ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাজ্য হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সেদিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতির বিষয়ে এ বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিএনপির পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে হানিফ বলেন, সেই দলের ভবিষ্যত যে নেই এটা তারাও বুঝে গেছে। তাই দলটি সবসময় ষড়যন্ত্রের পথ খুঁজে বের করে। বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা, তারা কখনই দেশের উন্নয়ন দেখতে চায় না। আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কোরবানি ঈদের আগের রাতে গরু হারালে যে অবস্থা হয়, বিএনপির অবস্থা এখন তেমন। বিএনপি সব হারিয়েছে, এখন কোনটা ধরবে আর কোনটা ছাড়বে বুঝতে পারছে না। সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। সারাবিশ্বে যে চারজন নেতা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের একজন। বিশ্বে শ্রেষ্ঠ ১০০ নেতার মধ্যে প্রধানমন্ত্রী ১৩তম। বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সহ-সভাপতি আজিজুর রহমান বাচ্চু প্রমুখ। প্রধান বিচারপতির ঘাড়ে ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি- খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি শুধু ইস্যু খোঁজে। তারা প্রধান বিচারপতির ঘাড়ে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের সেই স্বপ্নও কখনও পূরণ হবে না। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
×