ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট

সার্ক স্পীকারস ও পার্লামেন্টারিয়ান্স এ্যাসোসিয়েশন ভূমিকা রাখতে পারে ॥ স্পীকার

প্রকাশিত: ০৮:৩৪, ৫ অক্টোবর ২০১৭

সার্ক স্পীকারস ও পার্লামেন্টারিয়ান্স এ্যাসোসিয়েশন ভূমিকা রাখতে পারে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সার্ক স্পীকারস এবং পার্লামেন্টারিয়ান্স এ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সার্ক স্পীকারস এ্যান্ড পার্লামেন্টারিয়ান্স এ্যাসোসিয়েশনের ৮ম কনফারেন্সের জেনারেল এ্যাসেম্বলিতে বক্তৃতাকালে একথা বলেন। এর আগে তিনি স্পীকারস কাউন্সিলের সভায় যোগদান করেন। এরপর ৮ম স্পীকারস সম্মেলন উদ্বোধন করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। ৮ম সার্ক স্পীকারস সম্মেলন স্মারক ডাক টিকেটের উন্মোচন শেষে স্মারক বইতে স্বাক্ষর করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। জেনারেল এ্যাসেম্বলীর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন তিনি। স্পীকার বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈষম্য নিরসন, মানবসম্পদ উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাবলয় তৈরিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের স্বার্থে সংসদ কাজ করতে পারে। কেননা সংসদই সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দু। আর সংসদকে ঘিরে সংসদ সদস্যগণ দায়িত্ব পালন করে গেলে, কমিটি পদ্ধতির মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এবং বাজেট প্রণয়নে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারলে শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব- যার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সহজে অর্জিত হতে পারে।
×