ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মমর বিপরীতে আহমেদ সাজু

প্রকাশিত: ০৬:৫৪, ৫ অক্টোবর ২০১৭

মমর বিপরীতে আহমেদ সাজু

স্টাফ রিপোর্টার ॥ লিটু করিমের পরিচালনায় ‘প্রজাবতী সময়’ নামের একটি নাটকে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর বিপরীতে অভিনয় করলেন তরুণ অভিনেতা আহমেদ সাজু। ‘প্রজাবতী সময়’ নাটকটি অসাধারণ গল্প। ‘প্রজাবতী সময়’ মানে মেয়েদের গর্ভকালীন সময়। নাটকের গল্পে দেখা যাবে হাসান সাহেবের অফিসে চাকরি করে সাজু। বাসার কম্পিউটার নষ্ট হওয়ায় সাজুকে বাসায় পাঠায় হাসান সাহেব তখন থেকেই মমর সঙ্গে পরিচয় হয়। মমর বাচ্চা হয় না এ নিয়ে সংসারে খুব অশান্তি। হাসান সাহেবের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। হাসান সাজুকে খুব সন্দেহ করতে শুরু করে। বেশ কয়েক বার সাজুকে মমর সঙ্গে দেখে হাসান। হঠাৎ মমর পেটে বাচ্চা আসে। এই সংবাদ শুনে হাসানের মাথা আরও নষ্ট হয়ে যায়। হাসান জানে সে কখনও বাবা হতে পারবে না তাহলে তার স্ত্রীর পেটে বাচ্চা এলো কিভাবে। সন্দেহের তীর ছোড়ে সাজুর দিকে। গল্প চলতে থাকে বাকি শেষ পরিণিতি জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়। লিটু করিমের মাধ্যমেই অভিনেতা আহমেদ সাজুর মিডিয়া জীবন শুরু। বর্তমানে বেশ কিছু নাটকে অভিনয় করছেন আহমেদ সাজু। এনটিভিতে চলছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত পোস্ট গ্রাজুয়েট’, বাংলাভিশনে প্রচার হচ্ছে কায়সার আহমেদের ‘মহা গুরু’। এছাড়াও জয় সরকারের ‘ভবিষ্যৎ খারাপ’, আকিদুল ইসলামের ‘মন দরোজা’ হারুন উর রশিদ প্রিন্সের ‘স্বাধীনতার গল্প’, লিপু খন্দকারের ‘লাভ ওয়াচ’সহ বেশকিছু ধারাবাহিক ও একক নাটক প্রচারের অপেক্ষায় আছে। নজরুল চেতনায় উদ্বুদ্ধ আহমেদ সাজু আরও ভাল ভাল নাটক টেলিফিল্মে অভিনেয়র মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যেতে চান।
×