ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:০৩, ৫ অক্টোবর ২০১৭

গসিপ

চার সিক্যুয়েলের ‘এ্যাভাটার’ বছরব্যাপী পরিকল্পনা ও একাধিকবার পেছানোর পর অবশেষে শুরু“হলো অস্কারজয়ী ছবি ‘এ্যাভাটার’-এর নতুন পর্বের শূটিং। একটি নয়, টানা চারটি সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু করেছেন পরিচালক জেমস ক্যামেরন। চমকপ্রদ তথ্য হলো, হলিউডের বেশিরভাগ ছবি বক্স অফিস থেকে যা আয় করতে পারেনি, তার চেয়েও বেশি বাজেট নিয়ে মাঠে নেমেছেন তিনি। এক্ষেত্রে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। এ্যাভাটার ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার ১১ বছর পর ২০২০ সাল থেকে পরপর চারটি সিক্যুয়েল মুক্তি পেতে যাচ্ছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘এ্যাভাটার’ ছবি টি প্রখ্যাত চিত্র পরিচালক জেমস ক্যামেরন রচনা ও পরিচালনা করেন। সে সময়ে ছবির মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন লাং, মিশেল রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার। ছবির পটভূমি ২২ শ’ শতাব্দীর মধ্যভাগ, যখন মানুষ আলফা সেনটাউরি তারকাম-লের একটি গ্যাসিয় গ্রহের মনুষ্যবসত উপযোগী উর্বর উপগ্রহ প্যানডোরায় আনঅবটেনিয়াম নামক একটি মূল্যবান খনিজ আহরণের জন্য খননকাজ শুরু করে। খনিজ উপনিবেশ এলাকার ক্রমাগত সম্প্রসারণের ফলে এ উপগ্রহের স্থানীয় অধিবাসী নাভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে; প্যানডোরা উপগ্রহের আদিবাসী এই নাভিরা অনেকটা মানুষের মতো দেখতে। প্যানডোরার এই আদিবাসীদের সঙ্গে যোগাযোগের জন্য একদল গবেষক জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড নাভি ও মানুষের সংকর দেহ ব্যবহার করেন যা এই চলচ্চিত্রের নাম। সম্প্রতি ‘এ্যাভাটার’-এর ফেসবুক পেজে বলা হয়, ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুলগুলো মুক্তি পাওয়া শুরু করবে ২০২০ সালের ডিসেম্বর থেকে। প্রতিটি ছবিই হবে স্বয়ংসম্পূর্ণ, আর সব মিলিয়ে তৈরি হবে গোটা একটি কাহিনী। ‘এ্যাভাটার-২’ মুক্তি পাওয়ার তারিখ ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এর পরের বছর ২০২১ সালের ১৭ ডিসেম্বর ‘এ্যাভাটার-৩’ মুক্তি পাবে। এরপর নির্মাতারা তিন বছর সময় নিয়ে ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি দেবেন ‘এ্যাভাটার-৪’ এবং ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে ‘এ্যাভাটার-৫’। ‘এ্যাভাটার’ বিশ্লেষকদের অনুমান, জেমস ক্যামেরনের নতুন চারটি ছবির কাজে খরচ হবে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি (৬ হাজার ৫৫০ কোটি রুপি)। এই অঙ্ক পিটার জ্যাকসনের ‘দ্য হবিট’ ট্রিলজির ব্যয়ের চারগুণ (সাড়ে ৬৭ কোটি ডলার)। যুক্তরাষ্ট্রের ম্যানহাটান সাগরপাড়ে ‘এ্যাভাটার’ সিক্যুয়েলগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এগুলোর শূটিং হবে একটার পর একটা। জেমস ক্যামেরন এর আগে এ পদ্ধতিতে কখনও কাজ করেননি। হলিউডের নির্মাতাদের মধ্যে কেবল পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজি দুটির শূটিং হয়েছিল টানা। এবারের ছবিগুলোতে যথারীতি অভিনয় করছেন স্যাম ওয়ার্থিংটন, জোয়ি স্যালডানা, স্টিফেন ল্যাং, মিশেল রর্ডিগুয়েজ ও সিগার্নি ওয়েভার। নতুন যুক্ত হয়েছেন ক্লিফ কার্টিস ও চার্লি চ্যাপলিনের নাতনি উনা চ্যাপলিন। ত্রিমাত্রিক প্রযুক্তির (থিডি) এই সিরিজে দেখানো হয়েছেÑ কাল্পনিক দ্বীপ প্যান্ডোরার স্থানীয় বাসিন্দা নাভি ও পৃথিবীর মানুষের মধ্যকার দ্বন্দ্ব। প্রেসিডেন্ট রূপে লিওনার্দো ডিক্যাপ্রিও হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা দারুণ। কিন্তু তিনি হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট হবেন কেন? এমন প্রশ্ন মাথায় আসতেই পারে। আসলে বাস্তবে নয়, চলচ্চিত্রের পর্দাতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন। প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের চরিত্রে অভিনয় করবেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ২৬তম প্রেসিডেন্টের জীবন নিয়ে চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন পরিচালক মার্টিন স্করসেসি। ছবির নাম ‘রুজভেল্ট’। ছবিটি তাঁরা প্রযোজনাও করবেন। অস্কার জয়ী এই দুই চলচ্চিত্রব্যক্তিত্ব একসঙ্গে কাজ করেছেন ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডেপার্টেড’ (২০০৬) ও ‘শাটার আইল্যান্ড’ (২০১০) ছবিতে। সর্বশেষ ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) ছবিতে তাঁদের একসঙ্গে পাওয়া গেছে। ছবিটি পরিচালনা করবেন অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসেসি। ছবিটি প্রযোজনাও করবেন মার্টিন স্করসেসি ও ডিক্যাপ্রিও। এই জুটি একাধিক ছবি নির্মাণের পরিকল্পনা করেছেন। এর মধ্যে এফবিআইয়ের জন্মসূত্র নিয়ে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নামে একটি ছবি নির্মাণ করা হবে। এছাড়া পেশাদার খুনী গল্প নিয়ে নির্মাণ করা হবে ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’নামের আরেকটি চলচ্চিত্র। এই জুটিকে সবশেষ একসঙ্গে পাওয়া গিয়েছিল ২০১৩ সালে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবিতে। রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি ছিল থিওডোর রুজভেল্টের। তার জীবন ধারা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে স্কট ব্লুমকে ‘রুজভেল্ট’ ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, ডিক্যাপ্রিও ও স্করসেসির যৌথ এই প্রয়াস দারুণ কিছু উপহার দেবে। প্রিয়াংকা চোপড়ার ‘বিউটি মুঘল’ ভারতের প্রখ্যাত বিউটিশিয়ান শাহনাজ হুসেনকে নিয়ে বায়োপিক তৈরি হবে। শোনা যাচ্ছে, এই বায়োপিকে শাহনাজ হুসেনের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া। ছবিটি পরিচালনা করবেন পূজা বেদী। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে প্রিয়াংকা চোপড়ার অভিষেক হয়। হিন্দী চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। ‘বিউটি মুঘল ছবি তে শাহনাজ হুসেনের জীবনী লিখেছেন তাঁর মেয়ে নিলোফার করিম্ভয়। বইটির নাম ‘ফ্লেম: দ্য ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’। এই বই অবলম্বনে লেখা হবে ছবির চিত্রনাট্য। আর এই দায়িত্ব দেয়া হয়েছে আমির খানের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডেকে। তিনি বলেন, ‘একটি মুসলিম রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে ভারতের একজন সফল ব্যবসায়ী হওয়ার গল্পটাই তুলে ধরা হবে ছবিতে।’এর আগে বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করেন প্রিয়াংকা চোপড়া। ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়। বলিউডে এ পর্যন্ত যে কয়টি বায়োপিক তৈরি হয়েছে, তার মধ্যে ‘মেরি কম’ ছবির অবস্থান একেবারে ওপরের দিকে। ভারতের এই বিউটি মুঘলের চরিত্রে কে অভিনয় করবেনÑ এ ব্যাপারটি নাকি শাহনাজ হুসেন নিজেই চূড়ান্ত করেছেন। এই চরিত্রের জন্য প্রাথমিকভাবে কারিনা কাপুর খান, প্রিয়াংকা চোপড়া, বিদ্যা বালান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম ভাবা হয়। তাঁদের মধ্য থেকে প্রিয়াংকা চোপড়াকে পছন্দ করেছেন শাহনাজ হুসেন। তবে এই ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রিয়াংকা চোপড়ার কাছ থেকে এখনও কিছু জানা যায়নি। ৩৬-এ পা দিলেন রণবীর কাপুর রণবীর কাপুর ২০০৭ সালে সাওয়ারিয়া ছবিতে তাঁর প্রথম আবির্ভাব। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেন। ২০০৯ সালে তিনি ওয়েক আপ সিড ও আজব প্রেম কি গজব কহানি নামে দুটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রেও অভিনয় করেন। এই চলচ্চিত্রদুটি সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়। শেষোক্ত ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ার সমালোচক শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার অর্জন করেন। ২০১০ সালে তিনি বহু-তারকা সমন্বিত রাজনীতি ছবিতে অভিনয় করেন। এটিই এখনও পর্যন্ত তাঁর সর্বাপেক্ষা জনপ্রিয় ছবি। এই গুণী শিল্পী গত ২৮ সেপ্টেম্বর ৩৫ বছর পাড়ি দিয়ে ৩৬-এ পা দিলেন। জন্মদিনে পালি হিলের বাসায় নিজের বন্ধু-সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর। সেখানেই সবাই মিলে রণবীরের জন্মদিনের প্রথম মুহূর্ত উদযাপন করেন। রাত ১২টা এক মিনিট থেকেই শুরু হয়ে যায় সেই পার্টি। রণবীরকে শুভেচ্ছা জানাতে তাঁর পার্টিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন আমির খান। জন্মদিনের দাওয়াত পেয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খানও। এ ছাড়া আদিত্য রায় চোপড়াকেও দেখা গেছে রণবীরের জন্মদিনের অনুষ্ঠানে। আবার যে রণবীরকে কেন্দ্র করে সিদ্ধার্থ কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের ভাঙনের গুঞ্জন, সে রণবীরের জন্মদিনের পার্টিতেই এসেছিলেন এই দুই তারকা। এদিকে রণবীরের জন্মদিনে তাঁকে নিয়ে পরবর্তী চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা করণ জোহর। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, রণবীরকে শুভেচ্ছা জানিয়ে করা একটি টুইটে করণ লেখেন, ‘এই অসাধারণ প্রতিভাসম্পন্ন বালকটিকে নিয়ে আমাদের অনেক দূর দৌড়াতে হবে। ওয়েক আপ সিড, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, অ্যায় দিল হ্যায় মুশকিলের মতো সামনে আরও একটি ছবি আসছে।’ টুইটারে উল্লেখ করা তিনটি চলচ্চিত্রই পরিচালনা করেছিলেন করণ জোহর এবং কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রণবীর কাপুর। বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিক ‘দত্ত’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর। এরপর অয়ন মুখোপাধ্যায়ের ড্রাগন চলচ্চিত্রেও দেখা যাবে রণবীরকে। এ ছাড়া ইমতিয়াজ আলীর পরবর্তী চলচ্চিত্রেও অভিনয় করার সম্ভাবনা রয়েছে রণবীরের। ধ্রুব হাসান তথ্যসূত্র : ইন্টারনেট
×