ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানিকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৬, ৫ অক্টোবর ২০১৭

দুই কোম্পানিকে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হচ্ছে- ফু-ওয়াং ফুড ও প্রাইম টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ফু-ওয়াং ফুডের প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরা হলেন-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, পরিচালক কামাল কান্তি ম-ল ও বিপ্লব চক্রবর্তী। অন্যদিকে আইন ভঙ্গের কারণে প্রাইম টেক্সটাইলের পরিচালকদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরা হলেন-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল, পরিচালক আবুল বাশার ও মিস ফাতেমা খাতুন। এছাড়া সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে হারুন সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবে সিঙ্গারবিডির উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা রিটেইল হোল্ডিংস বোল্ড বি.ভি. শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রিটেইল হোল্ডিংস ১০ লাখ শেয়ার বেচবে। এই কর্পোরেট উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ২ কোটি ৯৩ লাখ, ৭৩ হাজার ৯৪১টি শেয়ার আছে। উল্লেখ্য, এই কর্পোরেট উদ্যোক্তা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×