ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা-ওয়াশিংটন সংলাপে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপ

প্রকাশিত: ০৫:৫৪, ৫ অক্টোবর ২০১৭

ঢাকা-ওয়াশিংটন সংলাপে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপ

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেয়া হয়েছে ঢাকা-ওয়াশিংটন নিরাপত্তা সংলাপে। ওয়াশিংটনে মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপে এ নিয়ে আলোচনা হয়। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম এই সংলাপে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিরক্ষা, শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়সহ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রের নিরাপত্তা সহযোগিতা নিয়ে তারা আলোচনা করেন। বৈঠকে ২৫ অগাস্টের পর থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার বিষয়টি সংলাপে প্রধান হয়ে ওঠে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দমন-পীড়নের মুখে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় ও জরুরী মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়। আর রোহিঙ্গাদের নিয়ে নজিরবিহীন মানবিক সঙ্কট মোকাবেলায় সমর্থন দেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা। শান্তিরক্ষায় বাংলাদেশকে পথিকৃৎ অভিহিত করে প্রশংসার পাশাপাশি হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষী দল পাঠানোয় এ ক্ষেত্রেও বাংলাদেশকে পথিকৃৎ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক নিরাপত্তা নিশ্চিতের প্রধান বাধা সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গীবাদ মোকাবেলার বিষয়ে সংলাপে আলোচনা হয়। সংলাপে দুই পক্ষই নিজেদের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপের সপ্তম রাউন্ড আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে এখন সুনির্দিষ্ট সময়সূচী ঠিক হয়নি।
×