ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিন্স চার্লসের মিয়ানমার সফর বাতিল

প্রকাশিত: ০৫:৫৩, ৫ অক্টোবর ২০১৭

প্রিন্স চার্লসের মিয়ানমার সফর বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ চলতি মাসের শেষদিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস তার দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত সফরের কথা রয়েছে। কিন্তু রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধন ও সহিংসতার পর তার মিয়ানমার সফর বাতিল করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের। গত মাসে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তিনি এ সফর করবেন। তখন তার সফর তালিকায় মিয়ানমারের নামও ছিল। কিন্তু বুধবারে যে চূড়ান্ত সফর তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মিয়ানমারের নাম নেই। চার্লস ও তার স্ত্রী ক্যামিলা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পর ভারত সফরে যাবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে। ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের উপ-প্রধান ফিলিপ ম্যালোনি বলেন, আমরা ওই অঞ্চলে নানা বিকল্প সুযোগের কথা বিবেচনা করেছি। আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সফরে যাচ্ছি। তবে মিয়ানমার সফর বাতিল সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন। রাখাইন সহিংসতার কারণে গত মাসে মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ কর্মসূচী বাতিল করেছে ব্রিটেন। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
×