ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে ২২ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত

প্রকাশিত: ০৫:৫১, ৫ অক্টোবর ২০১৭

দেশে ২২ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রতিবছর ২২ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, লজ্জা, শিক্ষা এবং সচেতনতার অভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া খাদ্যাভ্যাস, বয়স, ওজনাধিক্য, দীর্ঘদিন ধরে হরমোনের ওষুধ সেবনও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অথচ প্রাথমিক পর্যায়ে এ রোগটি নির্ণয় করতে পারলে ৯০ শতাংশ নিরাময় করা সম্ভব। স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০১৭ উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘স্তন ক্যান্সারে হোন সচেতন, স্ক্রিনিং করুন নিয়ম মতন’ এই প্রতিপাদ্য নিয়ে আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের সার্জারি, প্যাথলজি, গাইনি বিভাগের সহযোগিতায় অনকোলজি বিভাগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইহতেসামুল হক। বক্তব্য রাখেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ফজলুল রহমান, সার্জারি বিভাগের প্রধান ডাঃ আব্দুস সালাম আরিফ, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সেহেরিন এফ সিদ্দিকা, ডাঃ আলি নাফিসা, ডাঃ শারমিন আব্বাসি, ডাঃ বেনজীর হক প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারে আক্রান্তদের ৮৯ শতাংশই বিবাহিত। যাদের গড় বয়স ৪১ বছর। স্তন ক্যান্সারের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগী শনাক্তকরণ প্রক্রিয়া আরও বেগবান করতে কমিউনিটি ক্লিনিককে সম্পৃক্তকরণ এবং রাষ্ট্রীয় নীতিমালা প্রয়োজন বলে মনে করেন তারা। কেবলমাত্র সচেতনতার অভাবেই দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। এবং তাদের চিকিৎসায় বিলম্ব হচ্ছে। যখন চিকিৎসায় সুস্থ হওয়ার আর তেমন কোন সম্ভাবনা থাকে না, তখন তারা চিকিৎসকের কাছে আসেন। স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে আয়োজনকারী প্রতিষ্ঠানটি হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রাম করছে। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১২ তারিখ পর্যন্ত। এছাড়া সাভারের একটি কারখানার নারী শ্রমিকদের মাঝে এবং সূচানা কমিউনিটি সেন্টারে সিটি কর্পোরেশনের পাঁচ হাজার নারী পরিচ্ছন্ন কর্মীকে স্ক্রিনিং করা হবে।
×