ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতি ও অনিয়ম পাওয়া গেলে ছাড় দেয়া হবে না

প্রকাশিত: ০৫:৪৯, ৫ অক্টোবর ২০১৭

দুর্নীতি ও অনিয়ম পাওয়া গেলে ছাড় দেয়া হবে না

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি ও অনিয়ম পাওয়া গেলে ছাড় দেয়া হবে না বলে সুপ্রীমকোর্টের বেঞ্চ কর্মকর্তাদের সতর্ক করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা। বুধবার সুপ্রীমকোর্ট মিলনায়তনে এক সভায় সুপ্রীমকোর্টে কর্মরত বেঞ্চ কর্মকর্তা ও সহকারী বেঞ্চ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। অন্যদিকে, প্রধান বিচারপতির ছুটি নিয়ে রাজনীতি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে, বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। এ সময় তিনি তার হৃদযন্ত্রসহ আনুষঙ্গিক বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন। সুপ্রীমকোর্টে এক অনুষ্ঠানে বেঞ্চ কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘কোন রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন। আগে কি করেছেন সেটা ভুলে যান।’ ওয়াহ্হাব মিয়া বলেন, ‘সরকারী চাকরি অনেক মূল্যবান। আপনারা যে পদে আছেন এই পদে থেকে কোন প্রকার দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এ ধরনের কোন অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। কোন ছাড় দেয়া হবে না।’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘হাইকোর্টের কোন বেঞ্চের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এদিক-ওদিক করবেন না। যদি এই ধরনের অভিযোগ কোন আইনজীবী করেন তাহলে আমি ব্যবস্থা নেব।’ অনুষ্ঠানে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপীল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ মোঃ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ সাব্বির ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন। ছুটি নিয়ে রাজনীতির কিছু নেই Ñএ্যাটর্নি জেনারেল ‘সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি একটি রাজনৈতিক দলের কব্জা হয়ে গেছে’ এই মন্তব্য করে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি যদি ছুটিতে যান সেটা নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। যারা রাজনীতি করছেন তারা স্বপ্রণোদিত হয়ে করছেন। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতির ছুটি নিয়ে সিনিয়র আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করেছেন বার সভাপতির এমন বক্তব্যের বিষয়ে এ্যাটর্নি জেনারেল বলেন, উদ্বেগ তারা নিজেরা নিজেরাই তৈরি করেছেন। আমাদের দেখতে হবে আদালতের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা। কাজেই আমাদের এখানে উদ্বেগের কিছু নেই। মাহবুবে আলম বলেন, ‘আমি আগেও বলেছি, যারা রাজনীতি করছেন তারা স্বপ্রণোদিত হয়ে করছেন। আমাদের সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি (বার এ্যাসোসিয়েশন) একটি রাজনৈতিক দলের কব্জা হয়ে গেছে। প্রধান বিচারপতির শারীরিক অবস্থা কি তা জেনেছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমার দায়িত্ব না। প্রধান বিচারপতি কোথায় থাকবেন, কোথায় আছেন সেটা জানা তো আমার দায়িত্ব না। প্রধান বিচারপতিকে দেখতে গেলেন ডাক্তার এক মাসের ছুটিতে যাওয়া ‘অসুস্থ’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর সজল ব্যানার্জি প্রধান বিচারপতির হেয়ার রোডের সরকারী বাসভবনে গিয়ে তাকে দেখে আসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ অনুভব করায় বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের ওই প্রফেসর বুধবার দুপুরে প্রধান বিচারপতির সরকারী বাসভবনে যান। তিনি প্রধান বিচারপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। প্রফেসর সজল ব্যানার্জি দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা প্রধান বিচারপতির বাসায় অবস্থান করেন। এ সময় তিনি তার হৃদযন্ত্রসহ আনুষঙ্গিক বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন।
×