ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের শিবির ক্যাডার নাছিরের ৫ বছরের কারাদন্ড

প্রকাশিত: ০৫:৪১, ৫ অক্টোবর ২০১৭

চট্টগ্রামের শিবির ক্যাডার নাছিরের ৫ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশের ওপর হামলা এবং গুলি বর্ষণের ঘটনায় ১৯ বছর আগে দায়ের করা এক মামলায় ৫ বছরের কারাদন্ড হয়েছে বহুল আলোচিত শিবির ক্যাডার নাছির ওরফে শিবির নাছিরের। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এ আসামি। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে শিবির ক্যাডার নাছিরকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশের টিম। চট্টগ্রাম কলেজের শেরে বাংলা ছাত্রাবাস এলাকায় ৬ এপ্রিল এ অভিযান পরিচালনা করে পুলিশ। ছাত্রাবাসের সামনে শিক্ষকদের আবাসনের পরিত্যক্ত ভবনের বাইরে থেকে তালা দেয়া একটি কক্ষের ভেতরে লুকিয়েছিল শিবিরের এই ক্যাডার। পুলিশ দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করলে নাছির জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ঝাপটে ধরেন তৎকালীন পুলিশের সহকারী কমিশনার আতিকুর রহমান চৌধুরী। কিন্তু পুলিশকে লক্ষ্য করে ছাত্রাবাস থেকে গুলিবর্ষণ করে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছোড়া হয় পুলিশের দিক থেকেও। সেদিন ওই ঘটনায় কয়েক পুলিশ সদস্য আহত হয়েছিলেন। সিএমপির কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় নাছিরসহ ৩ জনকে। বাকি দুই আসামি হলো- এয়াকুব ও হুমায়ুন। এরমধ্যে শেষোক্ত দুজন পরে নাজিরহাটে পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়।
×