ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইঁদুররূপী কিছু মানুষ প্রধান বিচারপতির ছুটি নিয়েও মন্তব্য করছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৮, ৫ অক্টোবর ২০১৭

 ইঁদুররূপী কিছু মানুষ প্রধান বিচারপতির ছুটি নিয়েও মন্তব্য করছেন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়নবিরোধী ইঁদুররূপী কিছু মানুষ যারা প্রধান বিচারপতির ছুটি নিয়েও মন্তব্য করছেন। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এসব ইঁদুররূপী মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ির আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযানের ২০১৭-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে র‌্যালিটি গিয়ে শেষ হয় আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে। র‌্যালিতে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমাজে অনেক ধরনের মানুষরূপী ইঁদুর রয়েছে। যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। আমাদের সবচেয়ে বড় বিপদ হলো এই মনুষ্যরূপী ইঁদুর। এরা অনেক ভয়ানক। এরা ইঁদুরের মতো সবকিছু বিনষ্ট করতে সোচ্চার রয়েছে। আমরা এদের অনেককেই দমন করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গী, সন্ত্রাস, যারা জ্বালাও-পোড়াও করেছিল তাদের সফলভাবে দমন করেছি। বাংলাদেশে এ ধরনের দুর্নীতিবাজ, যারা সমাজকে কুটে কুটে খায় তাদের দমনের চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের কোন হেলথ ক্লিনিক নেই। কোন স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই। তারা জীবনে কোন দিন জন্মনিয়ন্ত্রণ শব্দটাও শোনেনি। এই কারণে তাদের এক পরিবারে অনেক সন্তান রয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমারের মন্ত্রী দেশে এসে বলতে বাধ্য হয়েছেÑ আমরা রোহিঙ্গাদের ফেরত নেব। বলা যায়, এটা আমাদের কূটনৈতিক সাফল্য। নাসিম বলেন, তারপরও কিছু রাজনীতি ইঁদুর রয়েছে এরা উন্নয়ন সহ্য করতে পারে না। কুট কুট করে সব জায়গায় সমালোচনা করে বেড়ায়। তাদের মনটা এত ছোট যে, এরা কোন ভাল কাজের প্রশংসাও করতে পারে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, সমালোচনা অবশ্যই করবেন। কিন্তু কোন ভাল কাজ করিনি তা বলতে পারবে না। আপনারা দেখবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তাদের দেশে ফেরত পাঠাতে পারব। যতদিন তাদের ফেরত পাঠানো যাচ্ছে না ততদিন আশ্রয়, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করব। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আমাদের সরকার গঠনের পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তবে এ বছর প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ী ঢলের কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়েছে। যার জন্য আমাদের কিছু চাল আমদানি করতে হচ্ছে। তবে আমরা থেমে যাইনি। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেছি। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোঃ গোলাম মারুফ ও উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উপপরিচালক জাকিয়া বেগম।
×