ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রসায়নে নোবেল পেলেন সুইস মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানী

প্রকাশিত: ০৫:৩৮, ৫ অক্টোবর ২০১৭

রসায়নে নোবেল পেলেন সুইস মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানী

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রাণী দেহের রসায়নে একেবারে আণবিক পর্যায়ে আসলে কী ঘটে, সেই ছবি ধারণ করতে সাইরো-ইলেকট্রন মাইক্রোস্কোপির উন্নয়ন ঘটিয়ে রসায়নের নোবেল জিতে নিয়েছেন তিন বিজ্ঞানী। অতি ক্ষুদ্র, হিমায়িত অণুর ছবি তোলার খুবই সহজ ও ভাল পদ্ধতি হলো এই সাইরো-ইলেকট্রন মাইক্রোস্কোপি। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার এ পুরস্কারের জন্য সুইজারল্যান্ডের জ্যাক দুবোশে, জার্মান বংশোদ্ভূত আমেরিকান জোয়াকিম ফ্রাঙ্ক এবং ব্রিটেনের রিচার্ড হেন্ডারসনের নাম ঘোষণা করে। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের। এতদিন ব্যবহার হয়ে আসা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জীবদেহের আণবিক পর্যায়ের বহু উপাদানের পূর্ণাঙ্গ ছবি পাওয়া কঠিন ছিল। ফলে প্রাণ রসায়নের একটি বড় ক্ষেত্র ছিল মূলত ধোঁয়াশাপূর্ণ। নোবেল রসায়ন কমিটি জানিয়েছে, এমন একটি সুন্দর পদ্ধতি আবিষ্কারের জন্য আন্তর্জাতিক এই দলটিকে ধন্যবাদ। নতুন এই পদ্ধতি কোষের অতি ক্ষুদ্র কাঠামোর ছবি তুলতে ইলেকট্রন আলো ফেলতে ব্যবহার করা যাবে। গবেষকরা এখন থেকে নিয়মিতভাবে জীবদেহের অতি ক্ষুদ্র অণু ত্রিমাত্রিক কাঠামোয় দেখতে পারবেন। এ্যাকাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আণবিক পর্যায়ে প্রাণ রসায়নের গবেষণায় এতদিন ফাঁক থেকে যেত কারণ বিদ্যমান প্রযুক্তি দিয়ে ওই পর্যায়ের ছবি পাওয়া সম্ভব ছিল না। সাইরো-ইলেকট্রন মাইক্রোস্কপি তা সম্ভব করেছে। গবেষকরা এখন কোষের আণবিক পর্যায়ের যে কোন অবস্থার ছবি ধারণ করতে পারবেন, যা জীবনের মৌলিক রসায়ন বোঝার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষেত্রে সহায়ক হবে। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা নোজিরুপ বলেন, এই তিনজনের আবিষ্কারের ফলে সকল প্রোটিন অণুর জীবন ছবি আকারে দেখা যাবে। এখন এই কাজে গোপনীয় কিছু থাকবে না। আমাদের কোষের প্রতিটি অণুর জটিল দিকগুলোও বিস্তারিতভাবে দেখতে পাবো। জৈব রসায়নে আমরা এক বিপ্লবের মুখোমুখি হয়েছি। এবার নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই তিন বিজ্ঞানী ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবার নোবেল মৌসুম শুরু হয়েছে। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় এবারের বিজায়ীদের নাম। আগামী শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে পাঁচ অক্টোবর, বৃহস্পতিবার। মলিকিউলার মেশিন বা ন্যানোমেশিন উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে গত বছর ফ্রান্সের জ্যঁ পিয়েরে সোভাজ, যুক্তরাজ্েযর ফ্রেজার স্টুডার্ট এবং নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গারকে রসায়নে নোবেল দেয়া হয়।
×