ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় দিনে দশ লাখ পাখি হত্যা করে বিড়াল

প্রকাশিত: ০৫:১৩, ৫ অক্টোবর ২০১৭

অস্ট্রেলিয়ায় দিনে দশ লাখ পাখি হত্যা করে বিড়াল

অস্ট্রেলিয়ায় প্রতিদিন ১০ লাখেরও বেশি পাখি হত্যা করে বন্য ও পোষা বিড়াল। এর ফলে অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে। বুধবার প্রকাশিত নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপির। বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, বনবিড়াল প্রতিবছর ৩১ কোটি ৬০ লাখ এবং পোষা বিড়াল বছরে ৬ কোটি ১০ লাখ পাখি মারে। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্বে থাকা জন উইনারস্কি বলেন, ‘প্রত্যেকেই জানে যে বিড়াল পাখি হত্যা করে। তবে এ গবেষণায় দেখা গেছে জাতীয় পর্যায়ে পাখি নিধনের এ সংখ্যা ভয়ঙ্কর।’ এভাবে পাখি নিধন অব্যাহত থাকলে অনেক প্রজাতির পাখি বিলুপ্তি হয়ে যাবে। মধ্য আমেরিকায় অতি বর্ষণে ৬৪ জনের প্রাণহানি মধ্য আমেরিকায় অতিবর্ষণে ৬৪ মানুষ মারা গেছে এবং বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট ধ্বংস হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার লোক। আবহাওয়া পর্যবেক্ষণকারীরা বলছেন, বর্ষা মৌসুমের পাঁচ মাসের মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরে বেশি বৃষ্টি হয়। অন্য বছরের তুলনায় চলতি বছর এ সময়ে গড়ে ২৫ থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হচ্ছে। জাতীয় জরুরী বিভাগের কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাতে সবচেয়ে প্রাণহানি হয়েছে হন্ডুরাসে। সেখানে অতি বৃষ্টির কারণে মারা গেছে ৩২ জন। গুয়েতেমালায় মারা গেছে ২৬ জন। এছাড়া তিন লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে, ১১০টি সড়ক ও ১৪টি সেতু এবং চার হাজার বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। -এএফপি
×