ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট, ওয়ানডে, টি-২০’র পর এবার আসছে টি-১০ ক্রিকেট, ডিসেম্বরে শারজায় বসবে প্রথম আসর

তারার মেলা টি-১০ ক্রিকেটে

প্রকাশিত: ০৫:০৮, ৫ অক্টোবর ২০১৭

তারার মেলা টি-১০ ক্রিকেটে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে-টি২০’র দাপটে টেস্টের ভবিষ্যত নিয়ে যখন শঙ্কা তখনই এলো অভিনব টি-১০ ক্রিকেটের এই খবর। ডিসেম্বরে শারজায় বসবে ১০ ওভারের ‘গিনিপিগ’ টুর্নামেন্টের প্রথম আসর। যেখানে খেলবেন শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, ইয়ন মরগান, সাকিব আল হাসানসহ বিশ্ব ক্রিকেটের তাবত সব সুপারস্টার। ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে টি২০ ক্রিকেটের আবির্ভাব ২০০৩ সালে। যদিও ২০০৫ সালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই দিয়ে মাঠে গড়িয়েছিল ছোট্ট ফরমেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইন্ডিয়ান ঘরোয়া টি২০ আইপিএল, বাংলাদেশের বিপিএল, ক্যারিবিয়ান সিপিএল ও পাকিস্তানের পিএসএলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ঐতিহ্যের টেস্ট তো বটেই, পঞ্চাশ ওভারের ওয়ানডেতেও তাই ভাটার টান! তারই মাঝে ঢুকে পড়ছে নতুন ঘরানার এই টি-১০। দেড় ঘণ্টার ব্যাট-বলের লড়াইয়ে হাজির বিশ্বসেরা সব তারকা। গ্যালারিতে বসে চানাচুর ভাজা খেতে খেতে দর্শকদের উইলো-গেলাকের রস-আস্বাদন! ২১ ডিসেম্বর শারজায় টুর্নামেন্টের পর্দা উঠবে। চারদিনের টুর্নামেন্ট শেষ হবে ২৫ ডিসেম্বর। ১০ ওভারের টুর্নামেন্টে ক্রিস গেইল, বিরেন্দর শেবাগ, ইয়ন মরগান, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদির মতো তারকারা খেলবেন। খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও। আইকন ক্যাটাগরিতে আছেন টাইগার অলরাউন্ডার। ৭ দলের এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৫ অক্টোবর ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে দুবাইয়ে। টি-১০ ক্রিকেটের আয়োজক সালমান ইকবাল জানান, ‘প্রত্যেকেই রাস্তায় টি-১০ ক্রিকেট খেলেছে। এবার আমরা এটা মাঠে নিয়ে আসছি। আশা করছি প্রত্যেকেই টুর্নামেন্টটি উপভোগ করবে।’ ইতোমধ্যে একটি দল কিনেছেন সাবেক তারকা ও বর্তমান পাকিস্তান নির্বাচক ইনজামাম উল হক। বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি স্বাগত জানিয়েছেন, ‘আমি রোমাঞ্চিত। আয়োজকদের আমাকে দলভুক্ত করতে অনুরোধ জানিয়েছি।’ রঙিন পোশাকের ইংল্যান্ড অধিনায়ক মরগান বলেন, ‘পুরো পরিকল্পনাটাই দারুণ। আমরা প্রত্যেকেই টি-২০ খেলছি। আমি নিশ্চিত টি-১০ ক্রিকেটের পরিকল্পনা যদি ভাল রূপ পায় তাহলে এটা বড় রকমের প্রভাব ফেলবে। দর্শকদের জন্য চিত্তাকর্ষক হবে।’
×