ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে দল প্রোটিয়াদের

প্রকাশিত: ০৫:০৬, ৫ অক্টোবর ২০১৭

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে দল প্রোটিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ চলছে। ১৫ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী দলই ঘোষণা করেছে তারা। দলটিতে যদিও নিয়মিত পেসারদের আধিক্য নেই। এরপরও দক্ষিণ আফ্রিকার মাটিতে যেহেতু খেলা, মরনে মরকেলের পরিবর্তে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া ডেন পিটারসেন, কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, আনদিল পেহলুকওয়ায়োরাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আর ব্যাটিংয়ে তো এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিসরা আছেনই। শক্তিশালী দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে। বাংলাদেশের বিপক্ষে যখন ওয়ানডে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা, ফাফ ডু প্লেসিসের প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দেয়া হবে। সেই প্রথমে ডেল স্টেইন, মরকেলদের মতো নিয়মিত কয়েকজন পেসারকে ছাড়াই ৩ ম্যাচের সিরিজ শুরু করতে হচ্ছে তাকে। ১৫ অক্টোবর প্রথম, ১৮ ও ২২ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে যারা আছেন তারাও প্লেসিসের ভরসার প্রতিদান দিতে প্রস্তুত। যারা আছেন দলে তারাও সবাই নিয়মিতই। শুধু কোবরা দলের পেসার পিটারসন প্রথম সুযোগ পেলেন। বুধবার ঘোষিত দক্ষিণ আফ্রিকার ১৪ সদস্যের ওয়ানডে দলে তাকে নিয়েই আলোচনা বেশি। প্রোটিয়া দলের হয়ে আগে চারটি টি২০ ম্যাচ খেলেছেন পিটারসন। শেষ খেলেছেন ইংল্যান্ডে। শেষ ম্যাচে ৩২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। সীমিত ওভারের ক্রিকেটের কার্যকর তিনি, ভোলেননি নির্বাচকরা। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠার বিশেষ ক্ষমতা আছে এই বোলারের মধ্যে। টেন্ডা বাভুমা টেস্ট দল থেকে ওয়ানডে দলে ঢুকে পড়েছেন। নেই ক্রিস মরিস ও কেশব মহারাজ। মরিস ইনজুরিতে। মহারাজকে টেস্টের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তৈরি করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস, মরকেল নেই। যুবা আগ্রাসী ২২ বছরের ফাস্ট বোলার কাগিসো রাবাদা তাই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক ফাস্ট বোলিং এ্যাটাককে নেতৃত্ব দেবেন। অলরাউন্ডার ওয়েন পারনেল টেস্ট দলে থাকলেও খেলা হয়নি প্রথম ম্যাচে। আছেন ওয়ানডেতে। অলরাউন্ডার পেহলুকওয়ায়োও আছেন। এই দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অভিজ্ঞ লেগি ইমরান তাহির। ব্যাটিং লাইনআপটা অবশ্য খুব চমৎকার লাগছে। আন্তর্জাতিক এ্যাকশনে ফিরে আসছেন সাবেক অধিনায়ক ও বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। শেষবার তিনি ইংল্যান্ড সফরে খেলেছিলেন। ইনজুরি সমস্যা ছিল। এই অক্টোবর থেকেই তিন সংস্করণের ক্রিকেটেই নিজেকে ফিট ঘোষণা করেছেন ডি ভিলিয়ার্স। এই মৌসুমে শুধু খেলোয়াড় হিসেবে খেলবেন। সব ধরনের নেতৃত্ব থেকে আগেই পদত্যাগ করেছেন শুধু ব্যাটিংয়ে মন দিতে। টেস্ট থেকে অবসর নেয়া জেপি ডুমিনি মিডল অর্ডারে বড় ভরসা। ডেভিড মিলার, ফারহান বেহারডিন, বাভুমারা আছেন। বাভুমা আয়ারল্যান্ডের সঙ্গে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলেছেন। সেটিতে সেঞ্চুরি করেছিলেন। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ॥ ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পারনেল, ডেন পিটারসন, আন্দিল পেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।
×