ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মারিয়া শারাপোভাকে হারিয়ে সিমোনার প্রতিশোধ

প্রকাশিত: ০৫:০৫, ৫ অক্টোবর ২০১৭

মারিয়া শারাপোভাকে হারিয়ে সিমোনার প্রতিশোধ

স্পোর্টস রিপোর্টার ॥ এবার আর পারলেন না মারিয়া শারাপোভা। বুধবার চীনা ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন তিনি। আসলে তাকে এদিন রীতিমতো উড়িয়েই দিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা হ্যালেপ এদিন ৬-২ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন শারাপোভাকে। সেইসঙ্গে সম্প্রতি শেষ হওয়া মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হারার প্রতিশোধটাও দারুণভাবে নিয়ে নিলেন তিনি। শুধু তাই নয়, শারাপোভার বিপক্ষে এটা তার ক্যারিয়ারেরও প্রথম জয়। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের এপ্রিলেই কোর্টে ফেরেন শারাপোভা। এরপর বেশ কয়েকটি ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশ নেন তিনি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মাসে খেলেছেন টেনিসের মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনেও। কিন্তু দুর্ভাগ্য তার। ফেরার পর এখন পর্যন্ত কোন শিরোপার দেখা পাননি ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। তবে হাল ছাড়েননি। দারুণ আত্মবিশ্বাস নিয়েই চীনা ওপেনের মিশন শুরু করেন তিনি। প্রথম দুই ম্যাচ জিতে দারুণ কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন মাশা। তবে শেষ পর্যন্ত থেমে যেতে হলো তাকে। তৃতীয় রাউন্ডে রোমানিয়ার সিমোনা হ্যালেপের কাছে হার মানেন তিনি। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে এই হ্যালেপেরই মুখোমুখি হয়েছিলেন শারাপোভা। সেবার রোমানিয়ান তারকাকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। কিন্তু চীনা ওপেনে আর পারেননি পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক। বরং ৭২ মিনিট লড়াইয়ের পর হ্যালেপের কাছে পরাজয় মানতে বাধ্য হন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে চীনা ওপেনে হারলেও শারাপোভার জনপ্রিয়তা যে এখনও তুঙ্গে সেটাই দেখিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বেজিংয়ে চীনা ওপেনের ম্যাচ চলার সময় গ্যালারিতে সবার নজর কাড়ে এক ব্যানার। যেখানে লেখা ‘দেবী তোমার ফেরায় স্বাগতম’। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা শারাপোভা। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনার তুঙ্গে অবস্থান তার। কোর্টের পারফর্মেন্স ছাড়াও রূপে-গুণে মুগ্ধ-বিমোহিত করেছেন তার ভক্ত-অনুরাগীদের। কিন্তু গত বছরের শুরুতেই ডোপ টেস্টে পজিটিভ হয়ে কলঙ্কজনক এক অধ্যায়ের সূচনা করেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরলেও সমালোচনার কবলে পড়েন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। কেউ কেউ তাকে প্রতারক বলেও অভিহিত করেন। টেনিস থেকে আজীবনের জন্য নিষিদ্ধেরও দাবি তুলেন অনেকে। তবে চীনা সমর্থকরা আবারও প্রমাণ করেছেন যে, শারাপোভার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। ২৬ বছর বয়সী পূর্ব চীনের এক সমর্থক সুকি। নিজের নায়িকাকে প্রথমবার দেখার সুযোপ পেলেন এবার। দারুণ রোমাঞ্চিত শারাপোভাকে খুব কাছে থেকে দেখে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শারাপোভাকে আমি খুব ভালবাসি। সে খুব সুন্দর। সে শক্তিশালী, মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং কখনই হাল ছাড়েননি তিনি।’ তাহলে কেন নিষিদ্ধ হলেন টেনিস থেকে? এমন প্রশ্নে সুকি এটাকে আমেরিকার ষড়যন্ত্র হিসেবেও মন্তব্য করেন। ২০ বছর বয়সী ভিভিয়ান। চীনের বড় এই টুর্নামেন্টে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তিনি। তার মতে, ‘শারাপোভা একজন যোদ্ধা। প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই লড়াইয়ে নামে সে। কঠিন এমনকি খুব কঠিন সময়েও হারতে চায় না সে। সেইসঙ্গে অনেক সুন্দর এবং লম্বাও।’ শারাপোভাকে হারানো সিমোনা হ্যালেপ কোয়ার্টার ফাইনালে এখন মুখোমুখি হবেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা অথবা রাশিয়ান দারিয়া কাসাতকিনার বিপক্ষে। হ্যালেপ ছাড়াও এদিন দারুণ জয়ে চীনা ওপেনের পরবর্তী রাউন্ডের টিকেট কেটেছেন ক্যারোলিন গার্সিয়া এবং জেলেনা ওস্টাপেঙ্কো। ফ্রান্সের গার্সিয়া এদিন দ্বিতীয়পর্বের ম্যাচে ৭-৬ (৭/৪) এবং ৬-৪ গেমে পরাজিত করেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। আর ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো ৬-৩ ও ৭-৫ ব্যবধানে পরাজিত করেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে।
×