ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত ছিটমহলে শুমারি শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৪:৫৫, ৫ অক্টোবর ২০১৭

বিলুপ্ত ছিটমহলে শুমারি শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জীবনমানের উন্নয়নে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনের যথাসাধ্য ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় সরকারী পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক উন্নয়নের সঠিক পরিকল্পনা প্রণয়নে আজ বৃহস্পতিবার হতে দশদিনব্যাপী শুরু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে থাকা পূর্বতন ছিটমহলের অধিবাসীদের শুমারি ২০১৭ কার্যক্রম। নীলফামারী জেলার ডিমলা,পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, বোদা ও সদর, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, চিলমারি, সদর, রাজিবপুর ও রৌমারি, লালমনিরহাট জেলার হাতিবান্ধা, সদর ও পাটগ্রাম উপজেলায় অবস্থিত ১১১ টি বিলুপ্ত ছিটমহলে এই শুমারি করা হবে। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে দীর্ঘ ৬৮ বছর বন্দী জীবন হতে মুক্তি পাওয়ার পর এই প্রথম বিলুপ্ত ছিটমহলের এই শুমারির কার্যক্রম শুরু করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ ব্যাপারে বুধবার ডিমলা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক খান জানান, জরিপের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা হতে একযোগে সকল বিলুপ্ত ছিটমহলে এই জরিপ শুরু করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত জরিপ দলের সদস্যরা নির্দিষ্ট ফর্মের ছক অনুযায়ী পূর্বতন ছিটমহলবাসীর পরিবারের তথ্য সংগ্রহ করবে। ভবিষ্যতে জরিপ পরিচালনার নতুন কাঠামো প্রস্তুত, বিলুপ্ত ছিটমহলে বসবাসরত অধিবাসী ও পরিবারের সংখ্যা গণনা এবং তাদের ঘরের কাঠামো ও বিদ্যমান সুবিধা উল্লেখ থাকবে।
×