ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে মেলা থেকে ফেরা হলো না শিশু সুনিতার

প্রকাশিত: ০৪:৫৩, ৫ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ে মেলা থেকে ফেরা হলো না শিশু সুনিতার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ অক্টোবর ॥ মেলা থেকে বাড়ি ফেরার পথে বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় সুনিতা (১১) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছে আরও দুইজন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর ও বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনিতা (১১) উপজেলার ধনতলা ইউনিয়নের আঠিয়াবাড়ি গ্রামের সুবাস চন্দ্রের মেয়ে ও লোহাগাড়া বঙ্গভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আহতরা হলেনÑ উপজেলার চাড়োল গ্রামের জসিরামের নববধূ স্ত্রী মানসী ও আঠিয়াবাড়ি গ্রামের সুজন আলীর ছেলে পলাশ (১৯)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশের বাবা সুজন জানান, ধনতলা ইউনিয়নের দোলুয়া মেলা থেকে সুনিতা ও মানসী পলাশের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিল। সিন্দুরপিন্ডি এলাকার কয়েকজন বখাটে ছেলে দুটি মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী পলাশসহ পেছনে বসে থাকা সুনিতা ও মানসী পাকা রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই সুনিতার মৃত্যু হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উম্মে কুলসুম মুন্নি জানান, মাথায় প্রচ- আঘাতের ফলে ঘটনাস্থলেই সুনিতার মৃত্যু হয়েছে। আহত মানসীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং পলাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। গাজীপুরে নারী শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত আহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শ্রীপুরের নয়নপুর এলাকার জাবের স্পিনিং কারখানার কাটিং অপারেটর হোসনে আরা (২৫) রাতের শিফ্টের কাজ শেষে বুধবার সকালে কারখানা থেকে মাওনা উত্তরপাড়া এলাকার ভাড়া বাসায় ফিরছিল। কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হোসনে আরা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিড়খারুয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। চাঁদপুরে অটোরিক্সা চালক নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, শহরের বাবুরহাট বিসিক এলাকায় পিকআপ ভ্যান থেকে পাইপ সিটকে অটোরিক্সার উপরে পড়ে উল্টে যায়। এতে অটোচালক মোস্তফা কামাল (২৯) নিহত হন এবং আহত হন অটোতে থাকা আরও ৫ যাত্রী। বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট বিসিক শিল্পনগীরর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মোস্তফা হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোকরা গ্রামের ইমান হোসেনের ছেলে। আহতরা হলেনÑ একই উপজেলার রাজারগাঁও গ্রামের ফজলুল হকের মেয়ে ফাহিমা আক্তার (১৯), মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী গ্রামের প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৫) তার শিশু কন্যা রাইসা (২), বোন আছমা বেগম (২৭) ও তার শিশু পুত্র ইমন হোসেন (৩)। আহত আছমা বেগম জানান, তারা অটোরিকশায় চাঁদপুরের দিকে আসছিলেন। বিপরীতগামী পিকআপ ভ্যানটি তাদের মুখোমুখি হলে ভ্যানে থাকা প্লাস্টিকের বড় পাইপ অটোরিক্সার উপরে পড়ে। এ সময় অটোরিক্সাটি উল্টে দুর্ঘটনার শিকার হন। মাগুরায় গ্রামপুলিশ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সদর উপজেলার জগদল বাজারে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সুকুমার বিশ্বাস (৩০) নামে গ্রাম পুলিশ নিহত হয়েছে। নিহত সুকুমার বিশ্বাস সদর উপজেলার জগদল গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে এবং জগদল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, গ্রাম পুলিশ সুকুমার বিশ্বাস মোটরসাইকেলে জগদল ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষে গুরুতর আহত হন এবং উদ্ধার করে মাগুরা আড়াই শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×