ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রামকৃষ্ণ মিশনের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:৫২, ৫ অক্টোবর ২০১৭

রামকৃষ্ণ মিশনের ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৪ অক্টোবর ॥ মিয়ানমারে সহিংসতার পর পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন। বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের কাছে এই ত্রাণসামগ্রী তুলে দেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথানন্দজী মহারাজ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
×