ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ হাজার তাল বীজ রোপণ

প্রকাশিত: ০৪:৫১, ৫ অক্টোবর ২০১৭

বিশ হাজার তাল বীজ রোপণ

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৪ অক্টোবর ॥ উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও বন বিভাগের বাস্তবায়নে জেলার পানছড়িতে তাল বীজ রোপণ কর্মসূচী শুরু হয়েছে। বুধবার সকাল দশটায় পানছড়ি পোড়াবাড়ী এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাশে কর্মসূচীর উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন। জানা যায়, উপজেলার ৫টি ইউপিতে প্রায় বিশ হাজার বীজ রোপণ করা হবে। এ সময় দেখতে আসা উৎসুক কয়েক দর্শনাথী জানায়, এটি একটি যুগোপযোগী পদক্ষেপ।
×